মানি অর্ডার বন্ধই প্রায়, টাকা চলে রকেটে
এক টাকার কাজ দেখিয়ে, কোটি টাকাই পকেটে
ফ্লাইওভার শেষ হয়েছে, শুরু হলো মেট্রোরেল
আরেকটা প্রজেক্ট বাগাতে যতোটুকুই লাগুক তেল,
দিতে সবটা রাজি আছি। তাতেও যদি কাজ না হয়,
প্রয়োজনে ঘি ঢালবো- মণে মণে শয় শয়।
ইঞ্জিনিয়ার করবো নিয়োগ, ভুল করাবো নকশাতে
কেচে গণ্ডুস হবে কাজের, গুণবো টাকা দশ হাতে।
বুদ্ধিজীবী নিয়োগ করবো দিতে বেকার বুদ্ধি সব
আমার শুধু টাকাটা চাই, অমিল থাকুক হর ও লব।
ওপর দিয়ে চলবে গাড়ি নিচে বন্ধ খাম্বাতে
জ্যামে নাকাল নগরবাসী সে কথা নেই ভাবনাতে।
এসব ভাবার সময় তো নেই বাহবা চায় সরকার
লোকের চোখে ধূলো দিয়ে ক্ষমতাটাই দরকার।
পদ্মা সেতু শেষ না হতেই, করবো পদ্মা রেল সেতু
কেউ না বুঝুক, আমি জানি তার পেছনে কী হেতু।
আমজনতার টাকা যাবে, কার কী আসে যায় তাতে
প্রকল্প মঞ্জুরি পেলেই, গুণবো টাকা দশ হাতে।
প্রকল্প রিভিশান হবে বাড়বে ব্যয়ের অঙ্কটা
পারলে হিসেব করে নিও কোটির স্থানাঙ্কটা।
আমি শুধু প্রকল্প চাই আর লাভের স্বপ্ন দেখি
ইচ্ছে হলে হিসেব করো, লাভ নাকি শুভঙ্করের ফাঁকি।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০