আসছে নির্বাসন।
আছে যতো তন্ত্র,
আছে যতো মন্ত্র,
তন্ত্র সাধক, তান্ত্রিকগণ,
সময় কঠিন, সাবধান হোন!
আসছে কিন্তু নির্বাসন।
কাদা তলের কলমি বীজ,
কাদা তলের শালুক
অঙ্কুরিত হবে সব।
বিরুৎ-গুল্ম থাকবেনা আর এরা
বৃক্ষসম শক্তি নিয়ে কাণ্ডে
জাগবে মাথা তুলে বঙ্গ-ব্রহ্মাণ্ডে,
কেউ আছে গা-ঢাকা দিয়ে,
কেউ বা আছে জেলে
সব তান্ত্রিকই গুণের আধার হবে
নির্বাসনে গেলে।
কাগজে রিপোর্ট বেরোবে
কে কতোটা উঠলো ফুলে ফেঁপে
কার জন্য অশণি সংকেত,
কারা ভয়ে উঠছে কেঁপে কেঁপে।
সবাই নির্বাসনে যাবে।
ন্যায়-নীতি-দর্শন গিয়েছে যেভাবে।
নির্বাসনে যাবে রাষ্ট্র ও রাষ্ট্রের সবগুলো অঙ্গ
আইন আর আদালত, যত সংস্থা ও সংঘ
আবাল-বৃদ্ধ-বনিতা নির্বশেষে যাবে নির্বাসনে
বণিক-ধনিক, মজুর-শ্রমিক, যাবে খেলুড়ে ও খুনে।
ছাড়া পাবেনা বুদ্ধিজীবী, পাবেনা ছাড়া সুশীল ও সভ্য
সবার ললাট লিখন একই, সকলের একই গন্তব্য।
নির্বাসনে যাবে ডাকাত ও চোর, নির্বাসনে যাবেন শিক্ষাগুরু,
নির্বাসনে যাবে বিদ্যাপীঠ, যেখানে শিক্ষার হয় শুরু,
শিক্ষার হয় শেষ।
রাজা যাবে, প্রজা যাবে,
নির্বাসনে যাবে আম-পাবলিক,
তেঁতুল যাবে, তেঁতুলের প্রবক্তা যাবে,
থাকবেনাকো ক্লেশ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪