সময়
অনন্ত গতিময়।
সময় স্রোতে ভেসে যায়
জীর্ণ আইন-কানুন, পুরাতন নিয়ম-আচার,
জগদ্দল পাথর হয়ে চেপে থাকা পুরোনো সংস্কার।
পুঁথিগত জ্ঞান ঝেড়ে, নতুনের পথে
ভেসে যায় ডিঙা অনুকূল স্রোতে।
দিন বদলের হাওয়া লেগে,
উষর ভূমিতে হেসে ওঠে মরুদ্যান।
বদলের আহ্বান
দাবালন দাহন
জ্বেলে দেয় সাজানো জনপদে।
এ হাওয়ার ধাওয়া লেগে,
বারুদে আগুন লাগে তিউনিশিয়ায়,
জ্বলে মিশর, পোড়ে সেনেগাল,
ধ্বংসস্তুপ হয় লিবিয়া,
সংঘাতে সমাকীর্ণ সিরিয়া।
সে বলে বদলে দাও,
তুমি বল বদলে যাও,
আমি বলি মহাসমারোহে কর বদলের আয়োজন
তবু সবকিছু বদলের নেই প্রয়োজন।
বদলে দিওনা কভু সত্যকে,
বদলে দিওনা ঠিক-তথ্যকে,
বদলে দিওনা যা কল্যাণময়।
এসব বদলে দিলে অসত্য আর অশুভরা বিকশিত হয়।
বদলে যেওনা এতো বেশি,
যাতে ভুলে যাও শেকড়ের টান,
বদলে যেওনা এতো বেশি,
যাতে লোপ পায় কর্তব্যজ্ঞান।
পিতা মাতা পরিবার পরিজন ভুলে
বদলে যেওনা এতো শেকড়ে ও ডালে।
দিন বদলের হাওয়া তাড়া দিক পালে,
দিন বদলের গতি পানি পাক হালে,
কালে কালে বেজে যাক বদলের গীতিময় গান
আপন মহিমা নিয়ে রয়ে যাক নন্দন,
টিকে থাক সত্য ও সুন্দর, শাশ্বত কল্যাণ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:২১