আমাদের দেশের ১৫ কোটি মানুষের কয় জন এখন জাতীয় পরিচয় পত্রের অধিকারী? কেউ জানেন? কয় জন এ বা এখন পর্যন্ত এই জাতীয় পরিচয় পত্র পাবার সুযোগ পেয়েছে? বলা যায় বেশির ভাগ এ পায় নি। আর যারা পেয়েছেন তাদের পরিচয় পত্রেও রয়েছে অনেক ভুল। এখনো তা সংশোধন করা হয় নি।
কিন্তু এরি মাঝে অনেক প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটর কোম্পানি গুল সংযোগ ক্রয় ও অন্যান্য কাজে এই পরিচয় পত্র বাধ্যতামূলক করেছেন। অনেকেই এর ফলে ছুটছেন শাহাবাগ সহ সাধারন কম্পিউটার প্রিন্টের দোকানে নকল পরিচয় পত্র বানানোর জন্য। এতে করে কি হচ্ছে????
অনেকেই দেখা যায় এটি পকেটে নিয়ে ঘুরে যাতে করে সমস্যায় পড়লে তা দেখাতে পারেন। কিন্তু এটি কি এতই সস্তা জিনিস বা ক্রেডিট কার্ড যা পকেটে নিয়ে ঘুরবে আর হারিয়ে গেলেই টাকা দিয়ে নতুন একটা নিয়ে নিবে???
সরকার কি এখনো সবাইকে এই পরিচয় পত্র সরবরাহ করতে পেরেছে? পারে নি। আর তাই সবার উচিত, যতদিন না এটা সবার হাতে পৌছায় ততদিন এইটাকে বাধ্যতামূলক না করা। এর ফলে জালিয়াতি অ কম্বে। কারন এখন পরীক্ষা করলে দেখা যাবে যে বেশিরভাগ পরিচয় পত্রই জাল। কেন??? তার উত্তর আগেই দিয়েছি।
তাছাড়া আমাদের দেশে এত গুরুত্বপূর্ণ একটা জিনিশ করা হয়েছে নিম্ন মানের একটা কাগজে রঙ্গীন ছাপা দিয়ে আর তার পর নিম্ন মানের লেমিন্যাটিং করে। এতে করে যে কেউ ই চাইলে তা নকল করে নতুন পরিচয় পত্র করে নিতে পারে আর এতে যে ছবি দেওয়া হয়েছে তা এতটা নিম্ন মানের যে অনেকের নিজের চেহারাই এতে বুঝা যায় না।
এত গুরুত্বপূর্ণ এক্তা পরিচয় পত্র এইভাবে না করে একটু ভাল ভাবে করা উচিত যাতে করে তা নকল করা সম্ভব না হয়। এর ফলে দেশে জালিয়াতি টা যেমন কম্বে তেমনি দুর্নীত ও কমবে।
১। আমাদের দেশের জাতীয় পরিচয় পত্রঃ
২। ইউনাইটেড কিংডম এর জাতীয় পরিচয় পত্রঃ
Click This Link target='_blank' >মূল খবরঃ
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৬