হেফাযতে ইসলামের বর্তমান আন্দোলনের মুল দাবি ছিল যারা রাসুল (সঃ) কটুক্তি করেছে, ইসলাম ধর্মকে অবমাননা করেছে তাদের বিচার চাওয়া। এই দাবির সাথে দেশের প্রায় সব মুসলিম জনগোষ্টি সমর্থন ও সহযোগিতা করেছে।কিন্তু তাদের দাবির সংখ্যায় যখন আরো কিছু অসম্ভব দফা যোগ হল তখন আমরা সঙ্কিত হলাম।তারা যখন মুল দাবির সাথে নারী পুরুষের প্রকাশ্য চলাফেরা, ভাষ্কর্য অপসারন, মিশনারি বন্ধ করা সহ আরো কিছু আতঙ্কিত হওয়ার মত দাবি যোগ করেছে যেটা তাদের ধর্মিয় গোঁড়ামি মনোভাব প্রকাশ করে।
আমরা আর যাই হোক কোন গোঁড়া শাসন চাই না।
আমদের বাংলাদেশ হচ্ছে অসম্ভবকে সম্ভব করার দেশ। হেফাযতে ইসলাম তাদের এই গোঁড়া মনোভাব শুরুতেই প্রকাশ না করত তাহলে তাদের জন সমর্থন এখন তুঙ্গে থাকত যেটা রাজনৈতিক ভাবে তাদের অনেক দুরে নিয়ে যেত। যেটা দেশের জন্য মঙ্গল জনক কোন ফল নিয়ে আসত না।
এজন্য শুরুতেই হেফাযতের অবস্থান পরিস্কার করার জন্য তারা ধন্যবাদ প্রাপ্য, আমরা তাদের শুরুতেই প্রত্যাখান করতে পেরেছি।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২