হেফাযতে ইসলামের চলমান এই আন্দোলন নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে, তারা স্লোগান দিচ্ছে শাহ্বাগ চত্তরের বিরুদ্ধে। অথচ তাদের আন্দোলন হওয়া উচিৎ ছিল ইসলামকে যারা অবমাননা করেছে শুধু তাদের বিরুদ্ধে সকল নাস্তিক বা শাহ্বাগের বিরুদ্ধে নয়।
যেকোন ধর্মের বিরুদ্ধে কটুক্তি করা অপরাধ হতে পারে, নাস্তিক হওয়া তো অপরাধ বা দোষের কিছু নয়।
তাদের এই আন্দোলন যেহেতু আরেকটি আন্দলনের বিপক্ষে, সেহেতু এটি যেকোন সময় সহিংস রুপ নিতে পারে। আর হরতাল পরিবহন ধর্মঘট থাকার পরও তাদের যে লোক সমাগম হয়েছে হরতাল না হলে এর থেকে ৫ গুন বেশি লোক হত যেটা হয়ত ঢাকায় স্থান সঙ্কুলান হত না। আর সে সময় কোন সহিংসতা সৃষ্টি হলে সেটা পুলিশ কেন সেনাবাহিনি দিয়েও ঠেকানো সম্ভব হত না।
সুতারাং হরতালটা অত্যন্ত সুবিবেচনা পুর্ন সিদ্ধান্ত ছিল।
তাদের ১৩ দফা দাবি বাস্তবায়ন করতে হলে তো দেশটাকে তালেবানি আফগানিস্তান করতে হবে। এদের নাস্তিকদের জবাই কর, দেশ ছাড়া কর, নাগরিকত্ত বাতিল কর স্লোগান শুনে মনে হচ্ছে দেশটি শুধু তাদের একার নাস্তিকদের জন্য নয়।
আর এদের উগ্রপন্থিতা তো আতঙ্কিত হওয়ার মত, এরা যদি কখনো রাষ্টীয় ক্ষমতায় আসে তাহলে ব্লগ গুলোর ভবিষৎ কি হবে???
একবার চিন্তা করুন শহিদ মিনার, অপরাজেয় বাংলা, রাজু ভাষ্কর্জ ভেঙ্গে ফেলা হচ্ছে, আপনার তখন কেমন লাগবে??? এদের ৭ নম্বর দাবিটি মানতে হলে তাই করতে হবে।
একবার চিন্তা করুন আপনি আপনার বন্ধু/বান্ধবী কে নিয়ে ধানমন্ডি লেক বা টিএসসি তে বসতে পারছেন না তখন কেমন হবে??? এদের ৪ নম্বর দাবিটি মানতে হলে এমন হবে।
ইসলাম পন্থিরা যদি দাওয়াতি কাজ করতে পারে তাহলে খৃষ্টান মিশনারি কি দোষ করল?? তাদেরও তো অধিকার আছে দাওয়াতি কাজ করার। ১০ নম্বর দাবি মানতে হলে মিশনারি গুলো বন্ধ করতে হবে।