বহুদিন পর কেন যেন আবারও কেঁদেছে আকাশ
জানো , আমার পৃথিবীতে বৃষ্টির সুরটাই শুধু বদলায় নি আজো ।
কেমন আছো তুমি ? হারিয়ে যাওয়া তুমির খোঁজ পাইনি কোনদিন আর ।
অতন্দ্রিলা , গভীর রাতে অন্ধকার বারান্দায় আজো কি বৃষ্টির শব্দ শোনো ?
আমিতো নেই . . . . তবুও হঠাৎ বিজলীর শব্দে চমকে যাওয়া তোমার পাশে কেউ নিশ্চয়ই দাড়ায় ।
আমি জানি ।
নূপুরের নিক্বণের মতো একঘেয়ে এই শব্দ এখন আর ভালো লাগে না একদমই ।
দমকা বাতাসও যেন উদাসী করতে ভুলে গেছে মনের ভুলে ।
স্নিগ্ধ বিকেল গুলোতে বাড়ির পাশের রেল লাইনের উপর দু’হাত ছড়িয়ে কেউ আর হাঁটছে না বহুদিন ।
রেল লাইনটা যেন রোজ অপেক্ষায় থাকে , মানুষের মতই . . . . অন্তহীন ।
দিন আসে ,দিন যায় ..... যক্ষ্মা রোগীর হলদে চোখের মতো চাঁদটাতেও যেন অমাবস্যা ।
স্মৃতির মতো ধুলো পড়ে গেছে কবেকার আগে পাওয়া রংধনু রঙের চিঠি গুলোতেও ।
মিথ্যে বলছি না , পড়ার টেবিলে তোমার জন্যে রাখা ড্রয়ারটা আমি খুলিনা বহুদিন ,
অলীক কল্পনার পুরানো স্মৃতি হাতড়ানো তো সুখী মানুষের বিলাসিতা ।
আমি এখন জানি একসাথে ছায়াপথ হাঁটার অবসর এইযুগে করো হয় না ।
বদলে গেছো তুমিও , হঠাৎ দেখা হয়ে গেলে অচেনা মানুষ ভেবে এড়িয়ে যাবো সহজেই ।
শুনেছি তোমার চোখের পানি শুঁকিয়ে গিয়াছিলো এক গ্রীষ্মের আগেই ।
নাইবা কাঁদলে , আমাদের হয়ে আবারও কাঁদুক তবে আকাশ আজ ।
মুছে যাক বেদনার সব জঞ্জাল ।