তবুও আমার আড়ষ্ট শরীরের নিচে
তোমার প্রার্থনারত অন্ধকার!
ভালবাসার এক একটা অসন্তুষ্ট গভীর রাতে
আমরা বারবার পূর্ণ হয়েছি,
পরস্পর হারিয়ে দিয়েছি ভালোবেসে,
তবুও আরো কতো শতবার
তোমার ওই অন্ধকারে আমি যাই…
প্রার্থনারত চিত্রল হরিণীর মতো
এক একটা গম্ভীর মৃত্যু
আমরা কাটিয়ে এসেছি কতো বার!
সময়ের ব্যবধানে দূরে চলে গেছি পরস্পর,
আবার ফিরেও এসেছি
তোমার উদ্বিগ্ন ঠোঁটে…
তোমার ওই উত্তেজিত ঠোঁট
কৃত্রিম বিষাদে ছেয়ে ফেলে আমার সমস্ত শরীর,
একটা সুন্দর রক্তজবা তোমার ঠোঁটে এঁকে দিয়ে
আমি দূরে চলে যাই,
ফিরে আসি সময়ের বিপরীতে…
তোমার নিরুদ্বিগ্ন চুল আমাকে টানে ভীষণ
দূরে ঠেলে দেয়,
সময়ের একটা মৃত্যু হয়ে গেলে
অথচ, ফিরে আসি তোমার কাছেই,
যত দূরে যাই, তোমার ওই অন্ধকারে
আমি বারবার ভালবাসতে যাবো…
২৩ নভেম্বর, ’১৫। অঘ্রাণের রাত।
খুলশি, চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১