তোর চোখের কোণে ছোট্ট একটা পাপ ছিলো
সেই পাপে ডুবে আমি সাঁতারু হয়ে গেছি…
ফণীমনসার ঝাড়ের মত আগন্তুক চুল আমাকে
আটকে দিয়েছে জলে…
জলের জীবন আমার বহুদিনের প্রার্থনায় ছিলো।
কত সাঁতারুই তো স্লান শেষে ফিরে না এই জন্মে,
তোর নাবিকেরও সমুদ্রে ডুবার বড় সাধ;
তোর অশক্ত নরম ঠোঁটের কোণে
একটা অভিমানী মেঘ ছিলো…
তোর মেঘে ভর করে লক্ষ লক্ষ ফানুস
আকাশে উড়ে আজকাল…
তোর অনুতপ্ত চোখ একদিন পাপ করেছিলো
মাঝরাতে, সময়ের বিপরীতে ব্যবিচারী চুল
ডুব মেরে আছে অতলান্ত জলে…
তুই তো জানিস, কত লক্ষ লক্ষ নাবিক
সমুদ্র ভালবেসে
আর ছুঁতে পারেনি তার প্রেমিকার ঠোঁট,
আমি সমুদ্রের প্রেমে ডুবিনি জানিস…
তোর চোখের কোণে ছোট্ট একটা পাপ ছিলো
ফণীমনসার ঝাড়ের মত আগন্তুক চুল
আমাকে আটকে দিয়েছে জলে…
তোর চুল খুঁজতে খুঁজতে মনে হয়
এই জন্মে আমার আর ফেরা হলো না।
জলের জীবন আমার বহুদিনের প্রার্থনায় ছিলো!
২৩ নভেম্বর, ’১৪। অঘ্রানের রাত।
খুলশি, চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৬