তার মতন কিছু উড়নচণ্ডী হলুদ হলুদ বিকেল
আমাদের ব্যালকনিতে এসে বসে প্রতিদিন
তারও তো হলুদ গালে ছোট ছোট টোল
বিকেলের মতন নরম নরম সবুজ দূর্বাঘাস…
আমার সন্ধ্যামালতির টব, সেও তার মতো।
বিকেলের চোখে ঘরে ফেরা পাখিদের রঙ
দুটো ছানা নীড়ে, পৃথিবীর দীর্ঘতম দূরত্ব
পার করে রাতের শয্যায় ফিরে বেচারা পাখি;
কোনো কোনো সন্ধ্যায় তারও নাকি পাখিদের মতন
আমার ব্যালকনিতে ফিরে আসতে ইচ্ছা করে…
সকালের রোদ্দুরে পড়ে পড়ে ঘুমাতে গিয়ে
বিকেলের সাথেও তার ঠিক মিলেনি কোনোদিন,
চন্দ্রমল্লিকার ঝাড়ে পাতা রঙ সাপ দেখে
একদিন বলেছিলো, ‘কি সুন্দর আঁকাবাঁকা লতা!”
সাপ বলে আর শুধরে দিইনি, ভুল ছিলো।
বিকেলের মতন তারও তো কাঁচাপাকা ভুল
উড়ন্ত শালিকের ঠোঁটে ছানার খাবারের মতন
পড়েও তো যায় মাঝে মাঝে, অভুক্ত ছানাগুলো
তবুও পরম নির্ভরতায় মা শালিকের ঠোঁট চুষে…
আমার একটু ভুল ছিলো, সাপ চিনিয়ে দিইনি।
১০ নভেম্বর, ’১৪ । ভোর ৫ টা।
খুলশি, চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪