একদিন আমার কিংবা তাদের মতন তুমিও
চুপসে ছাই হয়ে যাবে, ওই অনাগত ভোর,
ওইখানে কিছু দীর্ঘশ্বাসের অভিশাপ আর
লাল-নীল কিছু ছেলে ভুলানো ফানুশ শুধু…
অথচ, তোমার মতন বিশ্বাসী আমিও ছিলাম!
তোমার মতন ওই লাল-নীল ফুল ফুল ঘ্রাণ
আমিও শুঁকতাম কোনো এক সুদুর বিকেলে,
কোনো এক বিশ্বাসী বারুদ ছাই করে দিলো
এক সমুদ্র উথালপাতাল মানবিক আবেগ।
এই দেখো, আজ এইখানে অভয়মিত্র ঘাটে
কিছু পোড় খাওয়া সিগারেট-চা এর ফাঁকে
কাটিয়ে দিলাম আবছায়া কিছু অন্ধকার,
এরকম কত অসংখ্য আবছায়া অন্ধকার
আমরা কাটিয়েছি ওই স্বপ্নখেকোর ঘোরে…
আমাদের মতন তোমাদের ভালোবাসাগুলোও
কোন একদিন অজান্তে বেচা-বিক্রি হয়ে গেলে
সিগারেট সমেত এই অভয়মিত্র ঘাটে এসো।
৬ নভেম্বর, ’১৫। হেমন্তের রাত।
অভয়মিত্র ঘাট, চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৫