২০০৮ সালের এই পোস্টটা দেখে ব্যাপক মজা পাইছিলাম। মনে হইল বহুদিন পার হয়া গেল আবার এইরম একখান পোস্ট দেয়া দরকার। অনেকেই চইলা গেছেন আবার আমরা অনেক পোলাপাইন আইসা ব্লগ দখল করসি। এল্লিগাই আবার এই পোস্টের অবতারনা। নিচে লিস্টি দেয়া হইল। আমি কয়েকজনের নাম দিয়া ইস্টাট কল্লাম। আপনাদের সাহায্য কাম্য। যেনারা যেনারা পাণি প্রার্থী কমেন্টে আইসা কয়া যান, সাথে দুই একটা কথাও কয়া যাইতে পারেন, নামের পাশে লিক্ষ্যা দিমুনে। পয়লাই কয়া রাখি আমার পাত্রী লাগপ না। মনের মানুষ আছে

একজন পাত্রী পাওয়া গিয়াচে



ওনার বক্তব্য তুলিয়া ধরা অইলঃ
ইষ্টিকুটুম বলেছেন: আরে কত পাত্র আশেপাশে!! জানিইতো না। আমার একজন কে লাগবে...এই বয়স ৩২ বা তার উপরে, উচ্চতা ৫'-৬" এর উপরে, ব্যবসায়ী/স্কুল টিচার বাদে হাজার বিশেক বেতন পাওয়া কে আছেন, আমার সাথে যোগাযোগ কইরেন (পাত্রীর চেহারা বদখত নয় আর ম্যালা গুনের!
৩২ এর উপ্রে??? [ব্যাপক আকারে মাথা চুলকানির ইমো]
পাত্রদের কয়া রাখি কেও উপরিউক্ত রিকোয়েরমেন্ট ফুলফিল করতে পারলে আওয়াজ দিয়েন। তয় ডাইরেক্ট নিজের কতা কইলে নগদে ব্লক কইরা দিমু। প্রোপার ঘটকের থ্রু তে নিজেরে পেশ করতে হইবে
লিস্টি
১। পাহাড়ের কান্না মামু - কেউর বিয়া হউক না হউক মামুরে জরুরী ভিত্তিতে বিয়া দেওনই লাগপ। মামুর আর্তচিৎকারে সামুবাসীর কান ঝালাপালা হয়া যাইতাসে।
২। হাসান মাহবুব - ধার্মিক, আল্লাওয়ালা পাত্রী চাই। ৩০ টা মেয়ের জীবন নষ্ট হওয়ার চেয়ে একজনের কুরবানী হওয়াই উত্তুম। বিয়া করনির লাইগা প্রোফাইল পিকচারে ফডুক লাগাইচে। আগ্রহীরা দ্যাক্তে পারেন।
৩। মন♥চুর জ্যাডা - আজকে কিরাম লুতুপুতু টাইপের প্রেমের কোবতে লিকচে দেইখা আসেন।
৪। ফটাপ - লাগপ না। ফেচবুকে রিলেশনশিপ স্টাটাস ইন এ রিলেশন দেখায়।
৫।এরশাদ ভাই- লাগপ না। ফেচবুকে রিলেশনশিপ স্টাটাস ইন এ রিলেশন দেখায়।
৬। রাঝাস - যদিও ফেচবুক স্ট্যাটাস দাবি কর্তাসে ইন এ রিলেশনশিপ তয় একটা কতা কই রাঝাস। আমরা ঘাস খাইনা যে যা বুঝ দিবি তাই বুঝুম। জরুরী ভিত্তিতে পিচকি পোলার লাইগা পিচকি মাইয়া দরকার।
৭। অমিত চক্রবর্তী - বেশীর ভাগ সময়ই গম্ভীর। মাঝে মইদ্যে মৌসুমি হাওয়া বয় তখন হাসিখুশি। দারুন চটপটে আর হাসিখুশি মেয়ে দরকার। নাইলে বাড়ি কবরস্তান হয়া যাইব।
৮। মিসু ভাই - ইনি এখনো বিয়া কইচ্চে নাকি করেনাই শিওর না।
৯। দাইফো দা - জরুরী ভিত্তিতে পাত্রী দরকার। নাইলে ওনার ট্র্যাজিক পোস্ট পইড়া ব্লগবাসি মেন্টাল ট্রমায় আক্রান্ত হইব মহামারি আকারে সন্দ নাই।
১০।রিজ - পুলা ভালই তয় কবি।
১১।ঈগল পাখি - পোলার মাথা গরম। এমন কুনু সাবজেক্ট নাই যেইটা লয়া পোস্ট দিতাসে না। আইজকা ভ্রমন পোস্ট তো কাইল্কা আইএল্টিএস, জি আর ই পরের দিন আবার নুমা নুমা ভিডু।
১২। রানা ভাই - নিজে রাত না জাইগা দুনিয়ার পোলাপাইনরে রাত জাগায় রাখে। উনারে রাত জাগায় রাখার টাইম হইচে





১৩। আন্ধা আগন্তুক - পুলায় দ্যাক্তে সোন্দর। গুটলু গুটলু চশমিশ।
১৪। ঠাঞ্জিমা - কোন পাত্রী পুত্রি দরকার নাই। এরে মেয়ে ভাইবা কেও ভুল কইরেন না। পোলা। পুরাই বদ।
১৫। রামু নানা - ২ বছর আগের পুস্টেও উনার নাম ছেল। এখন ও দিতে অইল। পারফরম্যান্স চ্রম হতাশা জনক।
নানায় আরো ইনফো দিয়া গ্যালেন।
নাম : রাতমজুর
কাম : আপিশে কামলা দেওয়া
ধাম : এতিম সর্বহারা, ঢাকা শহরে এলিয়েনের মতন থাকি
বেতন : লজ্জা দিয়েন না জানতে চাইয়া :`> :``>>
প্রোপার্টি : আরে দুর! উপরেই কইছি সর্বহারা
সখ : ব্লগানি/কার্টুন দেখা

পুরাতন ইটিশ পিটিশ : এইখানে আছে আর এইখানেও আছে [এইসব মনভুলানো কতায় কেডা গলব?? :-<



হাইট : পাঁচ ফুট ছয় (ঠ্যাং উঁচা কৈরা)

খোমা : বন্ধুর ছুডুবইন রাক্ষস ভাইবা মূর্ছা গেছিলো

বয়েস : কমু না (তয় পুলাপাইন আমারে নানা ডাকে)

ফডুক : ইধার


লক্ষ্য : ঘর জামাই থাকা



১৬।নগরের নাগরিক - নাম না দিলে নাকি উনি খেল্পেই না। খেলন ভাই খেল নাম দিলাম। তয় যেহেতু খেলার কথা বাত্তি কইতাসেন তাই মুনে হইতাসে বিয়া ৩ বছর পরে দিলেই চলপে। আরেকটু বড় হয়া লন



১৭। জিকসেস ভাই - ইস্কুলের বড় ভাই। রাঝাস সাথীর বিয়ার ঘটকালি কইরা খিয়াল করলেন নিজেরই বিয়া অয়নাই।
১৮। গুরুজী - ব্যাপক লইজ্জার ইমো দিয়া বুঝাইতে চাইতাসে ইনারো পাত্রী দরকার। ইস্মাটনেসের অবাব নাই। বিভিন্ন এঙ্গেলে নিজের ফডুক তুইলা ওইডা আবার ব্লগে পাবলিশ করতে ওস্তাদ। আমারে রসমালাই খাওয়ায় নাই দেইখা পুরান ক্ষোভ আছে


১৯। মাহমুদহাসান - ট্যালেন্টুস ছুডুখাটু পাব্লিক। চুয়েটের সিএসই-র কুনু এক ব্যাচের ফাস্ট বয়। আর্জেন্ট। পুরান ভালুবাসার মানুষের খোমা অন্তর্জালে দেইখা রাইত বিরাইতে হেচকি তুইলা কান্দে [এইডা আমি আমার দিব্য দৃষ্টিতে দেখবার পারসি]
এখনকার প্রোফাইল পিক দেইখাই কয়া দিয়েন্না পুলা দ্যাখতে খারাফ অথবা চুখে দ্যাখেনা। আগের পুফাইল পিক যারা দ্যাক্সেন তারা জানেন পুলা দ্যাকতে ভালু।
২০। নিশাচর ছেলে - পুচকা ফাস্ট না সেকেন্ড ইয়ারে পড়ে। অখনই লাফাইতাসে। যাই হোক দিন রাত স্বামীর লগে বয়া মুভি দ্যাকতে পারব এইরম পাত্রী চাই। কেউ রাজি থাকলে নিশাচর মেয়ে নামে একাউন্ট আমি নিজে খুইলা দিমু।
২১। সায়েম ভাই - ওনার জন্য পোস্টের শিরোনাম পাত্রী চাই না হয়ে বাবা হতে চাই হলেই বেটার হইত। বিভিন্ন সময় বাইচ্চা কাইচ্চার ফডুক দিয়া উনি এইটাই প্রমান কইরা চলতেসেন। পারফেক্টু পাত্র। আমাগো উরাধুরা ইনসমনিয়াক ক্লাবে যেপনেও ঢুকতে পারে নাই। উনি দিনে ৭ ঘন্টা ঘুমানো পাবলিক। কি আর কমু


২২। পানকৌড়ি - উনি বিশেষ ভাবে কান্নাকাটি করতাসেন। কেউ একটু নেক নজর দিতে পারেন নাকি দেখেন।
২৩। শূন্য উপত্যকা ভাইজান - ভাইজানের পাত্রী দরকার তয় সারাদিন ব্লগিং করেন বিধায় বিবাহের পর পাত্রী কর্তৃক দাবাড়ানি খাইবার আশাঙ্কায় এই শুভ কাজে পিছপা হচ্চেন। ভাল দেখিয়া একজন প্রমিলা ব্লগার ছাই পাত্রী হিসেবে।
২৪। চতুষ্কোণ ভাই - সুন্দরী কর্তৃক গর্দানা খাওয়ার পূর্ব অভিজ্ঞতা আছে

২৫। গাজী মো: সাইফুল ইসলাম - এখন বিয়া কইত্তে পাইত্তেন্না। ২ বছর পর হেতি নাকি বিয়া কইত্ত। ঝত্তসব


২৬। কালীদাস ভাই - যারে কয় বিবাহের লিগা একদম উপযুক্ত পাত্র। পাশ কইরা চাকরি ধরসেন। মহিলা রক শিল্পীদের প্রতি এক্সট্রা ফেসিনেশন আছে এইডা আগেই কয়া রাখলাম। তয় ভার্চিটির পুলাদের গুলাব দেয়ার অভ্যাস ছিল বইলা শোনা যায়। এই ব্যাপারে একটু ভাল কইরা খুঁজ খবর নিয়েন।
২৭।মাহবু১৫৪ - দিনরার আড্ডাবাজিতে মজে থাকার কারনে এই লুক বিয়া করতে চাইতেসেন না। যদিও ঊনার বাপ উনারে বিয়া দিতে আগ্রহি। আগ্রহী পাত্রী উনার আব্বার লগে কন্টাক্ট করতে পারেন।
২৮। নকীবুল বারী ভাই - এই লুকের মতি গতি ভালা না। কম খরচায় বিয়া করবার চায়। লাইফও কম খরচায় পার করবার চায় নাকি ভাল কইরা খোঁজ কইরা লয়েন।
২৯। অক্সিজেন ভাই - দিমু কি দিমু না দিমু কি দিমু না ভাইবা অবশেষে অক্সিজেন ভাইয়ের নাম দিয়া দিলাম। ভাইজান আম্রিকা থাকে [আম্রিকাত যারা থাকে হেরা মুটেও ভালা না

তয় আমি যদি কখনো আম্রিকাত যাই তখন কইতে হইব আম্রিকাত যারা থাকে হেরা খুব ভালু পুলা

৩০। পারভেজ ভাই - গিয়ানী পাবলিক তয় অনেক প্যাঁচায় পুচায় কথা কইতেসেন। উনি নাকি উট পাখির!!! ডানায় ঊড়ে উড়ে!!!!! কলা খাইতে চান আরো বহুদিন। কি সব উদ্ভট কথা রে ভাই। আপাতত কুন সরকার কিকি দেশ বিরুধি চুক্তি করসে তা সংগ্রহে ব্যস্ত আছেন।
৩১। বৃষ্টি ভেজা সকাল - উনি খালি আইসা বইলা গেলেন উনার একটা পাত্রী লাগব। পাত্রী কি ট্র্যাভেল ব্যাগ নাকি যে বন্ধু বাজারে যাইতেসে ওরে কয়া দিলাম দোস্ত আমার একটা ব্যাগ লাগব


ইনার সম্বন্ধে বেশি কিছু জানিনা তয় ডেইফ ভাইয়ের ইমোশনাল ব্ল্যাক্মেইলিং পুস্টে ইনারে কান্নাকাটি করতে দেখা গ্যাসে তাই বলা যায় কোমল মনের মানুষ

৩২। ক্লান্ত দুচোখ - ইনি নাকি বিয়া করবেন না, ইনার নাকি লইজ্যা লাগে।
ইনার লাইগা খোরাশানি ম্যাডাম টাইপ পাত্রী দরকার। লাজ লইজ্যার বালাই না। দিন রাইত সিধা রাখবে এমন পাত্রী। দুইজনই লইজ্জা পায়া বইসা থাকলে তো কাম হবেনা।
৩৩। মৈত্রী - রামু নানার পর এই পুস্টে আরেকজন খলঙ্খ খুইজা পাওয়া গেল যিনি কিনা ২০০৮ সালের ঐ পুস্টে নাম লেখানোর পরও আজ অবধি দিল্লীকা লাড্ডু খাইতে সক্ষম হন নাই। আছেন নাকি কোন কোমলমতী রাজকন্যা?? একবার ওনার ছবির দিকে চাইয়্যা দেখেন। বুকটা ফাডি যাইব। বিয়া কত্তে না ফাইরা কিরম বিবর্ন আর উদাস চক্ষে নিজের সিঙ্গেল খাটের দিকে চাইয়া আছে


৩৪। নাঈম নানা - কাহিনী বুঝলাম না। এতদিন ভাবসিলাম ইনি নানাভাই টাইপ ব্লগার। নাতী পুতিও আছে ২-৪ খান। কিন্তু অখন দেখি আইসা কইতাসেন পাত্রী লাগব


৩৫। আরিফ টু আনা - উনার পুফাইল ফডুকের ভাব সাব দেইখা মুনে করসিলাম ওইঠা উনার বাবুর ফডুক। টাও উনি কইতাসেন কোন ব্যাবস্তা করা যায় নাকি। দেখেন তো উনার লিগা কোন ব্যাবস্থা করা যায় নাকি।
............ চলবে। নিজেরে পেশ কইরা হেল্পু করেন
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৮