[ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেছেন কখনও ? দেখেছেন নিশ্চয়। অথচ মাঝে মাঝে কেউ আয়নায় নিজের প্রতিবিম্ব ছাড়াও দেখতে পান অন্য কোন প্রচ্ছায়া। তাদের জন্য এ গল্প- কানিশাইল ।]
ঘাটটির নাম কানিশাইল। সুরমার তীরে নিশুন্য এক ঘাটের নাম কানিশাইল । শান বাধানো প্রস্তর যুগের আধুনিকতায় ছোয়ায় কোন ঘাট নয়। বরং বানভাসী মানুষের বেচে থাকার জন্য দাড় করানো যে বাধ তারই বুক চিড়ে কেটে তৈরী ধাপের আদলেই গড়ে উঠা ঘাট
----কানিশাইল।
--তোমাকে কোথায় এনেছি বল তো?
--বাহ! আমি কি করে বলব? তুমিই তো আনলে!
--এ জায়গার নাম কানিশাইল।
--ও আচ্ছা। বেশ সুন্দর তো। একেবারে নিরিবিলি।
পাড়ে ছইয়ের নিচে বসা পাড়ানিকে বলল তিশা----
--মামা, ঐ পাড়ে যাব। আবার আসব।
--আপানারে চিনি তো মা, যান ঘুইরা আসেন। সাবধানে যাইয়েন। সক্কালে বৃষ্টি হইসে। কাদায় পিছলায় যাবেন।
--ঠিক আছে মামা। আসি।
আমি আজ আর কাউকে কিছু বললাম না। ইচ্ছে হলনা, সোজা নিচে নেমে এলাম। নৌকায় উঠে এলাম পেছনে না তাকিয়েই।
--এ্যাই ধরছনা কেন? পড়ে যাব তো।
--আমি কোন ধরাধরিতে নাই। নিজেই উঠে এস।
সত্যিই পড়ে যাচ্ছিল তিশা। শেষে ধরে ফেললাম। টান দিতেই নৌকায় উঠে এল।
--বাহবা বাহবা ! এরকম কেন তুমি? ধরলেই তো শেষ প......
নৌকা ছেড়ে দিল। ইঞ্জিনটা চালু করল মাঝি। সেবার তো ইঞ্জিন ছিলনা। শব্দটা কেন জানি লাগছে। ইচ্ছে হল মাঝিকে গিয়ে বলি ভাই ইঞ্জিনটা বন্ধ করা যায়না? আমাকে নৌকার বৈঠার ধাক্কায় পানির যে ছপছপানি সেটি শুনতে
খুব ইচ্ছে করছে। বলা হলনা। আমি অনেক কিছুই বলতে পারিনা।
--অ্যাই নদীটা খুব সুন্দর না?
--হুমম। একেবারে শান্ত একটা নদী।
-- আমার খুব পছন্দের জায়গা জানো? গত পহেলা বৈশাখ এ সবাই মিলে এসেছিলাম। সবাই এত মজা করেছি। তাই ভাবলাম তোমাকে নিয়ে আসি। তোমার ভাল লাগছে?
কোন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না আর। নৌকা পাড়ে ভিড়ে গেল। লাফ দিয়ে নেমে এলাম। এপারের ঘাটটা অবশ্য বাধানো।
ঘাট থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। বামের রাস্তা ধরেই আবার এগোতে লাগলাম।
আমরা হাটতে হাটতে নদীর পাড় ধরে এগুচ্ছি। ওই কথা বলছে বেশি, আমি মাঝে মাঝে উত্তর দিই দু একটা।
ও বরাবরই এমন।
--জানো কাল না আমি একটা নীল প্রজাপতি দেখেছি!
-- তাই নাকি? নদীর নীল জল দেখে মনে পড়ল বুঝি?
--বাহ! তুমি কি করে বুঝলে?
আমি উত্তর দিইনি। শুধু একটু হেসেছিলাম........................
[অনেক দিন পর একটা কিছু লিখলাম , রেহানের আরও কিছু গল্প বলার কথা ছিল, তা ধরেই এগুছি।সবাইকে শুভেচ্ছা]
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২০