কভিড-১৯ । এ মহামারীর কারনে লকডাউন ছিল সারাদেশ। এখনো অঞ্চল ভেদে তা চলছে।কিন্তু এর প্রভাব পড়েছে দেশের অর্থনিতীতে। গাসিক ৫১ নং ওয়ার্ডেও এর হাওয়া লেগেছে। শিল্প অঞ্চল টঙ্গীর এ ওয়ার্ডটির পোষাক শিল্পে ধস নেমেছে। আর এর ফলে চরম দুর্দশায় পড়েছে নিরিহ শ্রমিকরা।
গত মাসে তানাজ ফ্যাশন এ পোষাক কারখানাটির প্রায় ১৪০০ শ্রমীক ছাটাই হল। এভাবে আসে পাসে আরো কিছু ছোট বড় গার্মেন্টস এ ছাটাই চলছে। আর কভিড-১৯ যতদিন আছে ততদিতন এ ধারা চলতে থাকবে। এদিকে ওয়ার্ডের বেসরকারী শিক্ষকরা আজ তিন মাস যাবত তাদের বেতন পাচ্ছে না। তারাও বর্তমানে বেকার দিন যাপন করছে। ৫১ নং ওয়ার্ড কি বেকারদিয়ে পূর্ণ হয়ে যাবে? অনেক বেকার চলে যাচ্ছে গ্রামে।এলাকার বাড়ীর মালিকরা ভাড়াটিয়া হারাচ্ছে।আয় কমতে শুরু করেছে সবার।
বাড়ছে বেকার। বাড়ছে সমস্যা। ৫১ নং ওয়ার্ডে বেকার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অপরাধও বৃদ্ধি পাচ্ছে।চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে নিত্য। পুরোনো অপরাধীরাতো আছেই এদের সাথে যুক্ত হয়েছে নতুন বেকারদের অনেকেই। তারা এখন নানা প্রকার অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এ ওয়ার্ডে মাদক ব্যবসা প্রায় কন্ট্রোলে ছিল।এখন তাও আবর নতুন উদ্যামে শুরু হয়েছে। শুরু হয়েছে অলিতে গলিতে আবার কারেন্টের তার চুরি। মোবাইল চুরি। বাসাবাড়িতে চুরি।
গত মাসে ১৪/০৬/২০২০ এ ওয়ার্ডের মোতাহার খানের বাসার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি করে সব নিয়ে যায়।
টঙ্গীর গাজীপুরা সাতাইশ রোডের একটি মোবাইলের দোকানে দুধর্ষ চুরির ঘটনায় ৪০ লাখ টাকার মোবাইল ফোন লুট হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতের কোন এক সময়ে মালা টেলিকম নামের মোবাইল ফোনের দোকানে সাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।
এ অবস্থা থেকে উত্তরনের জন্য জন সচেতনতার পাশাপাশি দরকার সরকারি উদ্যোগ। বেকারদের কর্মসংস্থান করে তাদের কাজের মাঝে ফিরিয়ে নিলেই এ সমস্যা সমাধান হবে। কারণ অলস মস্তিস্ক শয়তানের কারখানা
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৫