ধন আর মানের নইতো কাঙ্গাল
ফিরে পেতে চাই শুধু আমার শিশুকাল
মায়ের আচল তলে ভাবনা চিন্তা হিন
কত সুখে আমার কেটে যেত দিন।
স্কুল ফাঁকি দিয়ে খেলাধুলা চলত
সে দিনগুলি যদি, আবার ফিরে আসত?
বন্ধুদের সাথে কত মজা করতাম
আহা! সে ক্ষণগুলো, যদি ফিরে পেতাম।
দাদা বাড়ি, নানা বাড়ি
গ্রামের প্রকৃতিতে ঘুরাঘুরি
দাদি নানীর গল্প শুনে
ঘুমিয়ে যেতাম প্রশান্ত মনে।
স্বর্ণালী শৈশব ফিরে পেতে চাই
বিনিময়ে দিব, নগর জীবনটাই
এ চাকচিক্য বড়ই যান্ত্রিক
চিন্তা আর টেনশনের, জীবন মর্মান্তিক।
চাই সে মায়ের বকুনি, বাবার শাষন
ক্লাসে স্যারের মারন পিটন
বজ্জাত বেল্লিক গালি
আহা! কি অমৃত, যেনো সে বুলি।
আহা! আর কি পাব ফিরে?
যা হারিয়েছি চিরতরে
স্মৃতির কোনায় কোনায়
আজ শুধু অশ্রু গড়ায়।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২০ দুপুর ১২:০৮