সোনালী স্বপ্নগুলো কৃষ্ণকায় মেঘে
ঢাকা পরে ছিল ঘন আধার ঘনঘটায়
তুমি এলে বলে, ফিরে এলো রবির কিরণ
অবনি মাতিল পুষ্প শোভায়।
পুলক লাগে অন্তর গহীনে
স্নিগ্ধ স্বর্নালী স্বন্ধ্যার বর্ণালী আভায়
তুমি এলে বলে, মৌ গুঞ্জনে মাতাল প্রকৃতি
হিল্লোল কল্লোল গুলবাগিচায়।
আনন্দ নৃত্যে নটবর উল্লাসে
তাল ছন্দের শৈল্পিক মুদ্রায়
তুমি এলে বলে, একঘেয়ে পানসে প্রান
নব হরষে উছলায়।
যদি না আসিতে কুভু জীবন সাহাহ্নে
তৃষিত আত্তা তরপাতো মরিচিকায়
তুমি এলে বলে, ভুবন মনোরমা
দুড়ে যেয়ো নাকো কভু, যেয়োনা হারায়।।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:০৯