কিছু সংবাদ দেয় অনুপ্রেরণা, কিছু দেয় তার ঠিক বিপরীত। আবার কিছু সংবাদ চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয় "মেঝের মাঝে নু্ইয়ে পড়া" জীবন কে।
"চলা " যদি হয় সাবলীল, তবে "ভাল / ভালতর / ভালতম" বিশেষণ যোগ করে এর তারতম্য বুঝানো যায়। আর যদি "বিশেষণ" ব্যবহারে বক্তার অনীহা প্রকট হয় তবে, বর্তমান বাজার ব্যবস্থায় টিকে থাকা যে কাউকেই বুঝে নিতে হবে যে, এই চলা মোটেই সাবলীল নয় .... এ হল "হামাগুরি" দিয়ে চলা, শুধু মাত্র "চলা"র তাগিদেই।
আর যদি "কেমন চলছে?"- এর জাবাবে ব্যক্তির অভিব্যক্তির শুন্য দৃষ্টিতে ভবিষ্যতের আসন্ন অন্ধকারের ছায়া পড়ে ... তবে বিন্দু মাত্র চিন্তা না করে বুঝে নিতে হবে ... এ চলা সাবলীল তো নয়ই, হামাগুরিও নয় ... কোন এক "তাড়না" নিয়ে যাচ্ছে একে,টেনেহিঁছড়ে।
নিখিলেশ-কে খুঁজে পায়নি এখনো,পাওয়ার চেষ্টাও যে করেছি, এমনটা বলতে পারব না।না পাই তো কি হয়েছে .... মনের অভিলাষে আমি তো লিখতেই পারি ...... " কেমন করে বেচেঁ আছি, তুই এসে দেখে যা নিখিলেশ"।