প্রতিবছর এর মত এইবার ও ঈদ আসলো। ঈদ মানে খুশী ঈদ মানে আনান্দ। আর খুশীর প্রধান উপকরণ হল প্রিয়জনের কাছ থেকে কিছু উপহার পাওয়া। রমজানের ১ মাস রোজা থাকার পর আল্লাহ এর কাছ থেকে বড় উপহার হল গোণা মাফ আর জান্নতের সুসংবাদ। রমজানের ঈদে সবাই ব্যস্ত থাকে তাদের ঈদ ভালভাবে কাটে সেইজন্য নতুন পোশাক নতুন উপহার আরো কত কিছু কিন্তু আল্লাহ এর কাছ থেকে বড় উপহার এর কথা ভুলে যায়। দুনিয়া র উপহার এর চেয়ে আল্লাহ এর উপহার অনেক অনেক গুন বরকত ময় কিন্তু আমরা এটা কখনো ভাবি। প্রতি বছর ঈদের কেনাকাটা র জন্য অনেক পরিবার ঝগড়া য় লিপ্ত হয় কিন্তু এটা না করে আল্লাহ শোকরগুজারি করা উচিত কিন্তু এটা থেকে আমরা অনেক দুরে। ছোটবেলা থেকে যখন ঠিকমতো বুজতে শিখছি তখন থেকে দেখছি আব্বা সবার ঈদের কেনাকাটার টাকা দেবার পর হাতে আর টাকা থাকত না আমি বুঝতে পেরে বলতাম আব্বা আমি পরে নিব। আই বলে কাটিয়ে দিতাম। ঈদের সময় তে বন্ধু দের ফোন দিতাম না সবার মুখে থাকত ঈদের কেনাকাটার কথা। ফেসবুকে বন্ধুদের শপিং এর স্টাটাস আর শপিং এর গল্প। খুব খারাপ লাগতো যে সবাই ২/৩ ড্রেস কিনছে আর আমি কিনতে পারছি না তখন ভাবতাম আসল পুরস্কার আল্লাহ এর কাছ থেকে ইনশাল্লাহ পাব। ঈদের পরে ক্যাম্পাসে ফিরলে সবার মুখে শপিং এর গল্প আর গায়ে নতুন জামা। আর আমি তখন ফরমাল কাপড় পরে আসতাম ডিপার্টমেন্ট এ । সবাইকে বলতাম দোস্ত অনেক সুন্দর মানাইছে। আর মনের কস্ট এই বলে চাপা দিতাম আল্লাহ তো আমাদের অনেক ভাল রাখছে আমাদের চেয়ে তো আনেকে অনেক খারাপ অবস্তায় আছে। প্রতিবারের ন্যায় এবার ও ঈদ আসছে সবাই কেনাকাটা য় ব্যস্ত শপিং এ ব্যস্ত আর আমি ও সেই এক ঈ কাজে ব্যস্ত সবার গল্প শুনি দেখি আর সবার আনান্দে আনান্দ করি।
সত্যি আমি আমি অনেক সুখী টাকা পয়সা নাই তবুও আল্লাহ আমাকে মনের শান্তি দিয়ে। আল্লাহ যেন তার পুরস্কার পাওয়ার তৌফিক দান করুন সবাইকে। সবাইকে ঈদের. অগ্রিম সুভেচ্ছা।
ঈদ মোবারক