বিজয়ের ওই বারতা নিয়ে এল ১৬ ডিসেম্বর,
লাখো শহীদের মান রাখতে হই যেন তৎপর .
লাখো শহীদের রক্তে গড়া এই বাংলাদেশের মাটি,
আর যেন হয়না বাংলাদেশ হায়েনাদের ঘাঁটি .
লাখো শহীদের প্রানের দামে পেলাম এই স্বাধীনতা,
তোমাদের সৃতি ভুলবনা কেও থাকবে ইতিহাসে গাথা.
৩০ লক্ষ মানুষ মারলি মারলি দেশের মাথা,
তবুও তোরা বন্ধ করতে পারলি না স্বাধীনতার খাতা.
অত্যাচার আর নিপীড়নে হল বাঙালি সোচ্চার ,
বাঙালীদের ভয়তে তোরা দিলি সবাই পগার পার.
বাঙালীদের গায়ে হাত দিয়ে বুজলি বাঙালি কি জিনিস,
ছাই চাপা ওই ৯মাসের আগুনে হলি তোরা ফিনিশ .
পরাধীন আর থাকব না মোরা ভাঙব লইহ কপাট ,
রক্ষা করব দেশের স্বাধীনতা এই মোদের শপথ .
দীঘ ৯ মাস যুদ্ধ করে মোরা গড়ছি নতুন দেশ,
বিশ্ব যেন তাকিয়ে রয় সাবাশ সাবাশ সাবাশ বাংলাদেশ.