সাম্প্রতিক মোবাইলএ প্রতারনার সংখ্যা খুবই বেড়ে গেছে এবং এর শিকার হচ্ছে দেশের খুব সরলমনা মানুষ এবং গ্রামের লোকজন। অনেক সময়ই শিক্ষিত বাক্তিরা বাদ যাচ্ছে না। আর এই সব প্রতারণা করা হচ্ছে অধিকাংশ সময়ই বাংলালিক দিয়ে যার প্রমান আজ আমি এবং আমার পরিবার । এখন মুল ঘটনাই আসি । প্রায় সাতদিন আগে আমার ছোট চাচার মোবাইল এ ০১৯১১৫৭৪৪৮৩ নাম্বার থেকে কল আসে এবং পরিচয় দেই যে তারা বাংলালিংক পোস্টপেড হট লাইন থেকে বলছে এবং তার অ্যাকাউন্ট এ প্রবলেম হইসে । তাই তারা জানতে চাইল তার সর্বশেষ তার ফোন কত টাকা আছে এবং এফ এন এফ নাম্বার ঠিক আছে কি তাই তার এফ এন এফ জানতে চাইল । চাচা সরল মনে সব বলে দিল এবং তারা ১ ঘণ্টার মধ্যে সিমটি বন্ধ করে দেয়। সিমটি তারা উঠাই নেয় এবং সিমের সকল তথ্য তারা জেনে নেয়। পরে কাস্টমার কেয়ার সিমের কাগজ দেখালে তারা সিম দিতে অপারগতা জানাই। আজ ০১৯১১৫৭৪৪৮৩ নাম্বার থেকে আমার আর এক চাচা কে ফোন দেয় আর বলে রমনা থানার ওসি বলসি আর বলে আমার ছোট চাচা হত্যা মামলার আসামি এখন ই যোগাযোগ করতে আর না যোগাযোগ করলে খবর আছে। আর সেই সাথে তারা টাকা দাবি করে। আর এই ঘটনা শোনার পর আমি ওই নাম্বার এ যোগাযোগ করি এবং তাদের মিথ্যা ধরতে পারি আর ধরার পর তারা আমাকে বিভিন্ন আশালিন ভাষাই কথা বলে এবং সাথে সাথে নাম্বার টি বন্ধ করে দেই । পরে বাংলালিংক কাস্টমার কেয়ার ফোন করি কোন সমাধান দেই না পরে আমরা পুলিশ এবং র্যাব সাথে যোগাযোগ করি।
আর এই রকম ঘটনা কিছুদিন আগে আমার এক রিলাটিভ ও হয়ে সিল এই একই বাংলালিংক কল সেন্টআর মাধ্যমে । আমার আজ এই টিউন উদ্দেশ্য হল এই সব বাংলালিংক নাম্বার থেকে ফোন আসলে আপনারা আপনাদের নিজস্ব তথ্য কাওকে দিবেন না । আর দিলে বিপদে পড়বেন আপনি নিজেই।
আপরিচিত কোন নাম্বার থেকে কল আসলে নিজের পরিচই এবং তথ্যদি গোপন রাখবেন।
সবাই ভাল থাকবেন এবং নিজের নিরাপত্তা নিজেই রক্ষা করুন ।