গাছে গাছে নতুন শাখা
মেলেছে বহুরুপী প্রজাপতির পাখা
চারিদিকে পাই ফুলের মৌ মৌ গন্ধ
কোকিলের গানে তৈরি হয় নতুন ছন্দ
নানা ফলের সমারহ যা চাই তাই যায় পাওয়া
চারিদিকে বয়ে বেড়ায় দুষ্ট রোদ আর মিষ্টি হাওয়া
খরা তপ্ত দিনে হঠাৎ বাতাসে দিল নতুন বাঁক
ওগো এতো অন্যকিছু না এতো বৈশাখেরই ডাক
বৈশাখে আসে কৃষকের ঘরে গোলা ভরা ধান
শুরু হয় হালখাতা ব্যবসায়ে আসে নতুন প্রাণ
পহেলা বৈশাখে শুরু হয় পান্তা ইলিশ আর পালা পার্বণ
বাঙালির ঐতিহ্যে এ যেন আর এক মহামিলন
ওগো বৈশাখী হাওয়া তোমার কাছে এতটুকু চাওয়া
হানাহানি বাদ দিয়ে হৃদয়ে জাগাও সম্প্রীতির ছোঁয়া