আমাদের অনেকের সাংবাদিক পেশা সম্পকে ধারনা আছে এবং আমরা এটার সাথে কমবেশি পরিচিত ।অনেকের ইচ্ছা সাংবাদিক পেশার সাথে যুক্ত হওয়া কিন্তু পরিবেশ পরিস্তির কারণে হয়ে ওঠে না কারন এটা খুবই ঝামেলার একটা কাজ এবং এতে অনেক পরিশ্রম করতে হয়।
বাইরের দেশগুলোতে সিটিজেন জারনালিজম অনেক পরিচিত একটি মিডিয়া । আমাদের দেশের সিটিজেন জারনালিজমে আছে http://www.write3.com । এখানে একজন ব্যক্তি অনলাইনে রেজিষ্টেশন করে সংবাদ প্রকাশ করতে পারবেন
উলেস্নখ্য, http://www.write3.com হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিটিজেন জানর্ালিজম এর একটি নিউ মিডিয়া ওয়েব প্ল্যাটফর্ম৷ সারাদেশের প্রায় দেড় হাজারেরও বেশি নাগরিক সাংবাদিক এই নিউ মিডিয়াতে কাজ করছেন৷ বাংলাদেশের ৭৫ মিলিয়ন মোবাইল ব্যাবহারকারী রাইট-থ্রি মোবাইল এ্যাপ্লিকেশন ব্যবহার করে সরাসরি নাগরিক সাংবাদিকতায় যুক্ত হতে পারবে৷ পৃথিবীর যেকোন দেশ থেকে রাইট-থির সদস্য হওয়া গেলেও বাংলাদেশের মত উন্নয়নশীল দেশেগুলোর সাধারণ মানুষ যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তা তারা নিজেরাই প্রচার করতে পারবে৷
রাইট-থি মোবাইল এ্যাপ্লিকেশন সহজেই ডাউনলোড করা যায় এবং ইন্টারনেট সংযোগ আছে এমন যেকোন ধরনের মাল্টিমিডিয়া হ্যান্ডসেটে ইনস্টল করা যায়৷ এবং এই মোবাইল ব্যবহার করেই যেকোন সদস্য তার সামনে ঘটে যাওয়া যে কোন গুরুত্বপূর্ন ঘটনা ধারণ করে মুহুর্তের মধ্যেই শেয়ার করতে পারেন৷ ওয়েবসাইটে বার্তা প্রকাশিত হওয়ার পর এর পাঠক ও অন্য সদস্যরা বার্তাটির নিচে তাদের মতামত প্রকাশ করতে পারেন৷ রাইট-থ্রিতে বাংলা ও ইংরেজী দুই ভাষায় সংবাদ প্রচার করা যায়, তবে খুব অল্পসময়ের মধ্যেই আরো তিনটি ভাষায় সংবাদ প্রচার যাবে৷ রাইট-থি ওয়েবসাইট এর ঠিকানা http://www.write3.com.