এইমাত্র রেজিস্টার করেছি। FAQ দেখছিলাম।
Q: রেজিস্টার করেছি কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে কি করব। সাহায্য করবেন ?
Ans:
শুরুতে অন্যের লেখা পড়ুন ও (লগইন করার পর) অপরের ব্লগে মন্তব্য করে দেখুন । তাহলে বুঝতে পারবেন অনেক কিছু এবং লেখা সহজ হবে। নিজের লেখা প্রকাশ করতে হলে বাম কলাম থেকে "নতুন ব্লগ লিখুন" ক্লিক করে লেখা শুরু করে দিন।
কিন্তু আমি যখন অপরের ব্লগে মন্তব্য করতে গেলাম পারলাম না
"দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না ।
লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে ।"
খুব ভাল উদ্দেশ্য। এবার তাহলে FAQ এডিট করুন। "অপরের ব্লগে মন্তব্য করা যাবেনা, আগে নতুন ব্লগ লিখতে হবে।"
আমি সঠিক কিনা জানাবেন।
প্রথম ব্লগ। আশা করি সবাই মন্তব্য করবেন।