ভ্রান্ত মতবাদের মূলোৎপাটন -০১
লেখাটা সবার জন্য পাঠ্য, বিভ্রান্তি দূর করতে জেনে রাখা উচিত আমাদের সকলের ই ।
কিছু কিছু ভ্রান্ত ধর্মীয় বিশ্বাস এর আকিদা আর তাদের সৃষ্টি ''বিচিত্র ,উদ্ভট'' সব পত্রপত্রিকা আর অনলাইন পোর্টাল দেখলে খুব হাসি পায়, ব্যাপক বিনুদিত হই।
যেমনঃ ঃ ১. হিযবুত তাওহিদ। এই দলের নেতা হলেন বায়েজিদ খান পন্নি। যে লোক ভুলে ভরা একটা বই বের করেছিল। নাম ''দাজ্জালের আবির্ভাব। সেই বইতে সে দাবি করে বর্তমান পাশ্চাত্য সভ্যতাই নাকি সেই বহুল আলোচিত '' দাজ্জাল। '' অথচ হাদীসে স্পষ্ট বলা আছে, ''দাজ্জাল হবে একজন কানা ও ইহুদি ঘরের সন্তান। এই দলটা '' দুই টাকায়'' একটা চটি পত্রিকা বের করে। নাম - ''দেশের পত্র''। সেখানে তারা ইসলাম শব্দকে লিখে ''এসলাম'' !! শত শত বছর ধরে হাদীস কোরআনে বর্নিত নামাজ , অযু এর পদ্ধতি নাকি সহীই না !! তাদের নিজেদের উদ্ভাবিত অযু , নামাজ ই নাকি সহীহ!
২. '' রাজারবাগী'' নামের একটা দল আছে, এদের একটা পত্রিকা আছে, নাম -'' আল -ইহসান'' ।
এদের কাজ হল রাস্তাঘাটে দেয়ালে কিংবা অনলাইনে/ ব্লগে দেওবন্দ মাদ্রাসা , তবলিগ আর হক্কানী আলেমদের কে নিয়ে কুতসা রটানো ,বানোয়াট কথা লেখা। আর তারা কি করে ? পীর- মুর্শিদকে সেজদা করে ইসলাম কায়েম করছে !!
ভাই, তোরা যে ইউরোপ, আম্রিকা থেকে চান্দা তুলোস ,খাসি -দুম্বা পেয়ে থাকিস,সে ট্যাকা কি সহীহ রে?
৩. আটরশি, তারা নাকি রশি দিয়ে টেনে টেনে আল্লাহকে নামায় !!!
৪.চিটাগাং এর একটা দল আছে,নিজেদেরকে ''আহলে সুন্নত আল জামাত''বলে। বাকিরা নাকি ওহাবী!!
ভাইরে , যারা আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহকে ঠিকভাবে মানে তারা সবাই ই ''আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে। এটাকে ডাকঢোল পিটিয়ে বেড়ানোর কিছু নাই। ভণ্ডরাই এমনটা করে।
৫. দেওয়ানবাগীর কথা মত, ''মোহাম্মদী ইসলাম নাকি মারা গিয়েছে?? তারা কেক কেটে, খাড়ায়া মিলাদ পড়িয়ে এটার পুনর্জাগরণ করেছে। এতদিন ধরে ইসলাম এর জাগরণ ঘটেছে তাদের হাত দিয়ে !!! tongue emoticon
দেওবন্দ নিয়ে একটু লিখি। বৃটিশ পিরিয়ডে ভারতের দিল্লিতে ''রহিমিয়া মাদ্রাসা '' নামে একটা মাদ্রসা ছিল। যার ছাত্র ছিলেন ঃ মুজাদ্দিদে আলফে সানি সহ অনেক বিখ্যাত আলেম। ইংরেজরা এই মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার পর আবুল কাসেম নানুতুবী,রশীদ আহমেদ গাঙ্গুহী সহ তৎকালীন আলেমরা মিলে প্রতিষ্ঠা করেন আজকের এই '' দেওবন্দ মাদ্রাসা''', ১৮৬৬ তে।
জগদ্বিখ্যাত অনেক আলেমে দ্বীন বের হয়েছে এই মাদ্রাসা থেকে। যেমন ঃ'' বেহেশতী জেওর'' সহ বিখ্যাত সব বইয়ের লেখক আশরাফ আলী থানভি, মাওলানা শওকত আলী, জাকারিয়া (রহঃ) সহ আরো অনেকে। এই উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসার, সাথে সাথে ইংরেজ বিরোধী আন্দোলনের পুরোধা হচ্ছে এই প্রতিষ্ঠানটি।
তাই , এটাকে ভুল বলার আগে আয়নায় নিজের '' আকীদা, আমল '' দেখে নিয়েন, smile emoticon