ভাই শুনেন, মুসলিম নামধারী হওয়া সত্ত্বেও
যারা নিজেকে মুক্ত মনা, মানবধর্ম পালন কারী, ধর্ম নিরপেক্ষ বলে পরিচয় দিতে চায়, , তারা আসলে নিজ " ধর্ম''তে স্বস্তি বোধ করে না।
এইগুলা হল " ভন্ড নাম্বার ওয়ান ,ছুপা নাস্তিক লোক । আপনি হিন্দু বা মুসলিম /যে কোন একটা ধর্ম পালন করার অর্থ আপনি তো ধর্মনিরপেক্ষ নন, সেটা সম্ভব ও না।
সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার শুরু মধ্য যুগে, ইউরোপে, গীর্জার যাজকদের সাথে বিজ্ঞানীদের দ্বন্দ্ব এর ফলশ্রুতিতে।
গ্যালিলিও বলল, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। যাজকরা হুকুম দিলেন, " না, এই থিওরি বদলাও"।
তাকে জেলে যেতে হল, কোপার্নিকাস কে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। খৃষ্টান যাজকদের খবরদারিতে ত্যক্ত - বিরক্ত হয়ে সেই সময় থেকেই " সেকুলারিজম " থিওরি এর সূচনা। যেখানে ধর্ম, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে আলাদা থাকবে, শাসন বা জীবন ব্যবস্থায় ধর্ম এর প্রভাব থাকবে না।
আপনারাই বলুন, ইসলাম আর সেই " কূপ মন্ডুক " যাজকদের চিন্তাভাবনা কি এক? ইসলাম জ্ঞান চর্চায় কোন বাধা দেয় না, যতক্ষন না এটা শরীয়ত এর হুকুম কে violate করে।