-ভাই, চলেন, আছরের নামাজের সময় হল, নামাজ পড়ে আসি দুইজনে।
-না ভাই, আমি আর আল্লাহকে ডাকুম না,
-কেন??
-আর কইয়েন না ভাই, আল্লাহ আমারেই খালি দেখে!! আমি কি এত পাপ করি যে, আল্লাহ সব কষ্ট শুধু আমাকে দেয়!!
-তাই নাকি?? ভাই এখন যে নামাজটা পড়ছেন না, এটা কি পাপ হচ্ছে না??
-ভাই, আজকে থাক, কাল থেকে পড়ুম।
-সেই কালকে কবে আসবে কে জানে??
দেখুন আমরা নিজেরাই ভুল করি,গুনাহ করি। আর কিছু না পেলে আল্লাহকে দোষারোপ করি !!আল্লাহ নাকি আমাদেরকে ভালোবাসেন না!!....
আল্লাহ তায়ালা তার বান্দাকে কতটা ভালোবাসেন জানেন??
তিনি রহমত কে একশত ভাগ করেছেন। ৯৯ ভাগ রহমত বা দয়া নিজের কাছে রেখেছেন, আর ১ ভাগ দয়া সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিয়েছেন। এই ১ ভাগের জন্যই মা,বাবা তার সন্তানকে, এক জীব অন্য জীবকে ভালোবাসে।
অনি:শেষ ,অফুরান ভালোবাসা রয়েছে তার ভান্ডারে। আমি ,আপনি তা নিতে পারি না বলে আমাদের ই অক্ষমতা, দয়াময়ের নয়।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৬