জনৈক প্রশ্নকারী ঃ আপনার মনে Love,Emotion ,Sex এইসব অনূভূতি নাই ??।
আমি ঃ মানুষ যেহেতু ,আছে তো অবশ্যই ,তবে অল্প স্বল্প ।
জনৈক প্রশ্নকারী ঃ প্রেম করেন না কেন তাহলে ?
আমি ঃ প্রেম করা কি বাধ্যতামূলক ?
জনৈক ঃ না , কিন্তু আজকাল প্রেম না করলে কি হয়? ২-৪ টা প্রেম সবার থাকেই। না করলে সবাই খ্যাঁত বলে ।
আমি ঃ ধরেন, আমি খ্যাত ই। আপনি একটা মেয়ের সাথে প্রেম করলেন ,তাকে ভোগ করলেন, পরে ছেড়ে দিলেন , এটাই কি স্মার্টনেস?
জনৈক ঃ কি আর বলবেন ,এখনকার যুগটাই তো এটা । শারীরিক সম্পর্ক না হলে তো না কি কেউ কাউকে Feel ,Trust করতে পারে না। আজকালকার মেয়েরাও তো ...
আমি ঃ আজকালকার মেয়েরা কি ??
জনৈকঃ যা ধাড়িবাজ ,ছেলেদের পিছে পিছে ঘুরায় ।
আমি ঃ মেয়েদের দোষ আছে ,আপনার ও দোষমুক্ত? জনৈক ঃ আমার কি দোষ ? সে তো ইচ্ছায় আমার সাথে সম্পর্ক করে।
আমিঃ আপনি যাকে প্রেমের নামে ভোগ করলেন ,তাকেই বিয়ে করবেন?
জনৈক ঃ একটু কাশি দিয়ে ... চিন্তা করে , না মানে।।
আমি ঃ বুঝেছি । আপনি একজন কে ভোগ করে নষ্ট করবেন,আর পুতপবিত্র মেয়ে চাইবেন তা তো হয় না। আপনি বুকে হাত দিয়ে কখনো বলতে পারবেন না আপনি সৎ। আপনি যে চরিত্রের আপনার স্ত্রী ,সন্তান তথা ভবিষ্যৎ প্রজন্ম একই ধাঁচেরই হবে। তাই সময় থাকতেই...
এভাবে দিন দিন প্রেমের নামে লিভটুগেদার, অবৈধ সম্পর্ক গড়ে উঠছে আমাদের সমাজে । ভ্যালেন্টাইন দিবসের নাম করে গুনাহে সয়লাব হবে পুরো দুনিয়া। একটা রাত কাটাবে যে হোটেলে তা তার গুনাহের শ্বাক্ষী হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত। অথচ এই টাকাই কিছু হতদরিদ্রের বেঁচে থাকার মূল অবলম্বন হত।এইসবের মূল কারণ একটাই । সময়মত ছেলেমেয়ের বিয়ে না হওয়া। ২৫ যায় ,দশটা মেয়ের সাথে ঘুরলে দোষ নাই , বিয়ে করলেই দোষ । একটা ছেলের ৩০ বছর পার হয়ে যায় ,চাকুরি করে, তাও নাকি সে Established না? বিয়ে করতে হলে ছেলের বাড়ি থাকা জরুরি না। শুধু দরকার সে যেন তার ‘’অর্ধাঙ্গী’’কে ভরণপোষণ করতে পারে এটার সক্ষমতা। এক আলেম বলেছিলেনঃ
‘’যখন বিয়ে করা সহজ হয় ,তখন জিনা কঠিন হয় ।আর যখন বিয়ে করা কঠিন হয়, তখন জিনা করা কঠিন হয়। ‘’বড়ই রুঢ় বাস্তব ।