এতদিন আইসিসির পূর্ণনাম মানুষ ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলত ,এবার আর কোন লুকোছাপা নাই । ক্রিকেটের সর্বময় কর্তৃত্ব এখন নিয়ে নিবে তিন পোদ্দার ঃ ভারত , অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ক্রিকেট এখনো বিশ্ব জুড়ে সব মহাদেশে জনপ্রিয় না,তারা যে প্ল্যান করেছে তাতে যারা ক্রিকেট খেলছে তারাও এই থেকে মুখ ফিরিয়ে নিবে । ক্রিকেট ধ্বংসে তাদের সুদূরপ্রসারী plan গুলো হল ঃ
১. ফিউচার ট্যুর প্ল্যান ( FTP ) বাতিল করা হবে ।
২. India ,Australia,England যতই খারাপ খেলুক ,তাদের র্যাংকিং নিচে নামানো যাবে না,কারণ তারা টাকা দিয়ে Ranking কিনে নিবে।
৩. আইসিসির কর্তৃত্ব খর্ব করে এক্সকো করা হবে, এতে করে আইসিসি কোন বড় দেশকে ছোট দেশগুলোর সাথে খেলতে বাধ্য করতে পারবে না।
৪. যেই দ্বিপক্ষীয় খেলায় বাণিজ্য বেশি করার সুযোগ নাই ,সেই ট্যুর হবে না।
আর লিখছি না,মেজাজটা চরম গরম হয়ে গেল । কোটি কোটি মানুষের আবেগের খেলা তিলে তিলে এই তিন জমিদাররা ব্যবসার ছুতায় ধ্বংস করে দিচ্ছে।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫