12 Angry Men (1957 film) - একটি অসাধারণ ক্লাসিক মুভি
Directed by Sidney Lumet
Produced by Henry Fonda
Reginald Rose
Written by Reginald Rose
এটি ১৯৫৭ সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি আমেরিকান মুভি । ছবিটিতে এ্যারিস্টোটলের নাটকের অমর ক্লাসিকেল তিন একতা (Three unities) কঠোরভাবে মানা হয়েছে । অতি সংক্ষেপে এই তিন একতা (Three unities) হচ্ছে -
১। সময়ের একতা (Unity of Time) : ছবির ঘটনা একদিনের সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত থাকবে।
২। স্থানের একতা (Unity of Place) ছবির ঘটনা একটি নির্দিষ্ট স্থানে ঘটবে ।
৩। প্লটের একতা (Unity of Plot) :একটি নির্দিষ্ট ঘটনা নিয়েই ছবি তৈরী হবে ।
এই তিন একতার (Three unities) সমন্বয় ঘটিয়ে ৯৬ মিনিটের নিঃশ্বাস বন্ধ করে দেখার মতোই একটি ছবি হচ্ছে 12 Angry Men । ছবিটির ঘটনা সংক্ষেপ হচ্ছে বস্তিবাসী ১৮ বছরের একটি ছেলেকে তার বাবাকে খুন করার অপরাধে কোর্টে তোলা হয়েছে । কোর্টের বিচারক জুড়িদের বললেন তারা যদি ছেলেটিকে দোষী মনে করেন তাহলে ছেলেটির মৃত্যুদন্ড হবে ।
১২ জন জুড়ি একটি আলাদা কামরায় সিদ্ধান্ত নেয়ার জন্য বসলেন । প্রাথমিকভাবে মনে হচ্ছিল জুড়িরা ছেলেটিকে দোষী হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন । শুরুতে তাড়াহুড়ো করে ভোট নেয়া হয় এবং ভোটে জুড়ি নং ৮ ছাড়া বাকী সবাই ছেলেটিকে দোষী হিসেবে ভোট দেন । তাঁর ভোট অন্য জুড়িদেরকে রাগান্বিত করে, বিশেষ করে জুড়ি নং ৭ যার বেসবল খেলা দেখার টিকেট কেনা ছিল আর জুড়ি নং ১০ যিনি মনে প্রানে বিশ্বাস করেন বস্তীতে থাকা ছেলেদের পক্ষে তার বাবাকে খুন করা খুব স্বাভাবিক ও বস্তীবাসী মানেই বিপদজনক ও মিথ্যাবাদী ।
বাকী সম্পূর্ণ ছবিটাই জুড়িদের আলোচনা, বিশ্লেষণ উঠে এসেছে । ছবির শেষে জুড়িরা সম্পূর্ণ একমত হন।