একপক্ষীয় এই ব্লগে ভিন্ন মতের কিছুই লিখলেই আইডি ব্যান করা হয়। তবে পেশী দিয়ে কতকাল কলমকে স্তব্দ করে রাখা যায়??? ব্যান খা্ওয়ার ঝঁকি নিয়েও,,,
হায় হায় এসব হচ্ছ কি??? আমরা দেখলাম আামদের ভারতীয় সক্কার বীর দর্পে হোমরা চোমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। তারা বিচারালয়ের নাম দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ইহাতে কাহার বিচার করা হচ্ছে এ নিয়া কতদিন বাগযুদ্ধ চললো হাচিনা সক্কারের হাম্বি-তুম্বিদের মধ্যে। আমরা পুতুলে মতো সব দেখলাম। বি,দ্র-সোনা ব্লগ এটা লেখার জন্য প্রথম পাতা থেকে আমার লেখার অধিকার কেড়ে নিয়েছে।
আমাদের বোঝানো হলো এই কোট আন্তর্জাতিক সব রীতি নিতি মানিয়া চলিতেছে। ভাল কতা, খুশির কতা। সক্কার কইল আমরা কান খাড়া কইরা শুনলাম!!! ইহা নিয়া কত ব্যাঙ্গ যুদ্ধ। আশরাফ ভাই কয় ইহার নাম হইল ট্যাঙ । সাহারা আপায় কয় না তাহা হইল ব্যাঙ। কেরানীগঞ্জের কামরুল মিয়া কইল না গ্যাঙর গ্যাঙ। এখন দেখী আইনমন্ত্রী নতুন করে দিয়েছে ভেটকি। ভাদা-ভাইলা মাছে মতো ফাঁন্দে পইরা বেচারা বললো । ইহা হইলো গিয়া একটা দেশী ট্রাইবু্যনাল। যেখানে যুদ্ধাপরাধের দায়ে দালালদের বিচার চলতেছে আর যারা অপরাধ করেছে তারা জামাই আদরে আছে!!!
আওয়ামী বুদ্ধিপ্রতিবন্ধীদের যুদ্ধতো সারাদিন চলছেই। চারুকলায় গাঁজা খাইয়া,সাকুরাঁয় লাল পানিখাইয়া তাহারা প্রগতিশীলের দল নিয়মিত চালাইতেছেন।
আবেদন করলেই খারিজ করে দেন ক্ষমতাদর বিচারক। ইহার নামই নাকি ন্যায় বিচার!!!তামাশা রকমারি তামাশা...সরকারি তামাশা। বহু কিছু বহু কথা
মাজার ব্যাপার হইলো আমাগো ট্রেকনোক্র্যাট মন্ত্রী এক সময়ের এতিম বাম ভাদা এখন চাপে আছেন। তাই সত্য বাতাচ্ছেন।তিনি সাংবাদিকদের কইছেন ’ইহা একটি দেশী ট্রাইব্যুনাল তাই বিদেশী আইনজীবী আনার সুযোগ নাই। ইতা কিতা কইলেন মন্ত্রী সাব। এটার নামতো আইসিটি। আন্তর্জাতিক, বিদেশী।
এখনদি হেতে কয় এটা নাকি দেশী। মুখের কথারতো ঠিক নাই। এক মুখে কত কতা কয়রে ভাই।মিডিয়ায় প্রকাশিত খবর।
আমি বলি ইহা দেশীয় ট্রাইব্যুনাল হইলে ইহার গতর থেকে আন্তর্জাতিক শব্দটা বাদ দিলে হয় । দিয়া সব পরিস্কার করেন। কি কন ভাই ও বোনেরা।
আর আমার প্রশ্ন হচ্ছে বিচার আসলে কাদের হচ্ছে। যুদ্ধাপরাধীদের নাকি মানবতা বিরোধীদের? মাতুন একসাথে সকলে
সঙ্গে থাকুন অনেক কিছু পাবেন। ক্লিক প্লিজ ক্লিক-একদল তরুন যারা বর্তমান ও আগামিকে চ্যালেঞ্জ করার দু:সাহস দেখায়!!!
কখন সামুর ব্যান খামু। এই পোস্ট ই কি আমার শেষ পোস্ট শ্রদ্ধে মডারেটর???
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৮