তোমাদের ওখানে উৎসব হয় ?
বর্ষ বরণ, বর্ষা বরণ ?
আমার এখানে উৎসবে মেতে থাকে চারদিক।
বারমাসি ফলের মত বারোমাসি উৎসব;
কপোত-কপোতীদের ঢল নামে শহরজুড়ে। বাহারী রঙের
শাড়ি-পাঞ্জাবিতে ওদের অনিন্দ্য সুন্দর মনে হয়।
আজকাল বাসার বিড়ালটাও লুকোচুরি খেলে প্রতিবেশীর সাথে;
মেহমান এলে ওদেরও উৎসব হয়। সঙ্গী কে দেয়-
বড় মাছের কাঁটা
এক টুকরো মাংস-
শনিবার,রবিবার।
বস্তুত কোন বারই আমার কাছে ভাত আর মাছের বাইরে নেই-
উৎসব এলে বৃক্ষগুলোকে বড় আপন মনে হয়;
ভালো লাগা, খারাপ লাগা মিশে যায় কবিতায়।
অন্ধকারে লুকাই আমার সত্ত্বা,প্রেম-
একদা যার ভয়ে লুকিয়েছিলাম তোমার আড়ালে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২