এক দফা এক দাবি
তোমার চোখের সমান একটা সমুদ্র চাই
আমার স্বপ্নগুলো ধরে রাখবার জন্য।
সুদকষা
কে জানতো ভালোবাসা জমালে
সুদে-আসলে শূন্যতা প্রাপ্তি হয়।
হিসাব
দিলাম ভালোবাসা, পেলাম শূন্যতা
তুমি বোধ হয় অংক বোঝ না ।
সম্ভবনা
সেদিন বিকেলে আমাদের পাশে আরও একজন কেউ হেঁটেছিল
নচেৎ আমি একা তুমি দোকলা হলে কেমন করে ?
প্রলুব্ধ দুঃখ
আজকাল হয়েছে কি জানো ?
বৃষ্টির পানিও নোনতা লাগে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
তুমি দূর থেকে আমার সমুদ্র দেখো
ছাফিয়ে উঠছে জল সমুদ্রতীর। শামুক , ঝিনুক
সাদা ফেনার কোলাকুলি
ঢেউয়ের সংগ্রাম, পাখিদের মৌন মিছিল;
কাছে এসো না, কাছে এলেই মনে হয়
আমার সমুদ্রে কেউ ধুলা দিয়ে গেলো।
হয়তোবা
আর একটু একটু করে কতবার সীমানা ভেঙ্গেছি
সে কথা আমার ঈশ্বর জানেন;
তবু মনে হয় আর একটু বেশি ভালবাসলে তোমাকে পেতাম-
হয়তোবা হারাইনি কোনদিন, হারানোর ভয়ে হারাই বারবার।
হিসাবের গরমিল
তোমার হৃদয় আছে !
দেখিনি তো কোনদিন ।
প্রলম্বিত দীর্ঘশ্বাস
রাজ্যের ব্যস্ততা নিয়ে ভালোই কেটে যায় দিন
তারপর অন্ধকার গলি পেরিয়ে আমার ছোট্ট বাসাটা,
মৌলিক প্রয়োজনীয় সামগ্রী, মৌলিক সংগ্রাম বেঁচে থাকার;
সিগারেট টানতে টানতে কেটে যায় আধ রাত;
পাশের চেয়ায়ের চোখ বুলাতেই সব কিছু ফাঁকা ফাঁকা লাগে
সংক্রামিত হয়ে পৌঁছে যায় বুকে, ঠোঁটে, দীর্ঘ নিঃশ্বাসে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:২৯