কখনো বৃষ্টি ভেজা দিনে যদি আমায় মনে পরে
খোঁপায় একটা কদম ফুল গুজে নিয়ো;
আমি মিশে রবো কদম ফুল হয়ে-
যদি বৃষ্টির ছাট জানালার পাশে দাঁড়িয়ে থাকা তোমায়
ভিজিয়ে দিয়ে বিরক্তির উদ্রেক করে;
মনে করো আমি যেন জলকেলিতে ব্যস্ত মাতম লীলায়-
তোমার বাড়ানো হাতে যদি পরে বৃষ্টি ফোঁটা-
মনে করো আমি বৃষ্টি হয়ে স্পর্শ করছি তোমায়;
আমি ছুঁয়ে দেবো তোমার দশ দশটা অঙ্গুলি।
বৃষ্টি ভেজা দিনে আমায় মনে পরে
আমি কদম ফুলের মঞ্জুরিতে বৃষ্টি ফোঁটা হয়ে খেলবো জলকেলি;
ছুঁয়ে দেবো দশ দশটা অঙ্গুলি।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩