পরীক্ষায় ভালো নম্বর পাওয়াই ছিল জীবন
স্বতঃস্ফূর্ত মুখের দাঁড়ি গোঁফের মত জীবনের নতুন সংজ্ঞার জন্ম নিল
প্রেম আর প্রেমে সফল হওয়াটাই জীবন,এর বাইরে কোন জীবন নেই; বাকী সব রবোটিক।।
সেই থেকে সংজ্ঞার পালাবদল শুরু চলছে তো চলছেই
কখনো সিটিং সার্ভিস বাসে ,কখনো মেইল ট্রেনে আবার কখনো ধুলি মাখা পথে-
বন্ধু মহলের বিয়ের ধুম দেখে মনে হল বিয়েই জীবন,বউই জীবন
সারাদিনের ক্লান্তি শেষে মধুরতম স্পর্শটাই জীবন ;মান আর অভিমান ভাঙার
প্রতিদিনের লুকোচুরিই জীবন।
বয়সের ভারে নুয়ে পরতে পরতে জীবনের সংজ্ঞা গেলো পাল্টে-
মনে হল ওসবের কোন কিছুই জীবন নয়। স্রোতের বিপরীতে চলাই জীবন,
আস্তাকুরেদের সাথে নিয়ে সংগ্রাম করাটাই জীবন; মানুষের জীবন।
এখন মনে হয়
কারোর দয়া দাক্ষিণ্যে বেঁচে থাকাটাই জীবন,
জীবনের আদিমতম সংজ্ঞা।।