নির্বাচনী হালচাল-১
১। বাংলাদেশের বেশির ভাগ জায়গায় পোস্টার লাগানো হলেও ঢাকায় পোস্টার না লাগানোটা বিএনপির স্ট্রাটেজি হতে পারে। কারণ : দুতাবাসের লোকজন এখানে ঘুরে এবং মিডিয়ার হেড অফিসও ঢাকায়।
২। ঢাকা-১২ আসনে ঘুরলে আপনার মনে হবে কামাল বনাম কোদালের মধ্যে মূল প্রতিদ্বন্দিতা। হলে ভালোই হতো যদি জুনায়েদ সাকী মুল প্রতিদন্দ্বি হতো। এখানকার বিএনপির প্রার্থীর নাম নিরব। প্রচারণায়ও নীরব বলে মনে হলো।
৩। নির্বাচনকে বিতর্কিত করলে লাভ বিরোধী পক্ষের। এখানে ভাবার অবকাশ আছে।
৪। গরীবের নেইমার মীর্জা ফখরুল এবং বিএনপির বেশি বেশি ফাাউলের অভিযোগও এক ধরণের চতুরতা- কারণ কোন কারণে বিএনপি বা তাদের জোট জয়ী হলে বলতে পারবে এত চাপাচাপির মধ্যেও আমরা জয়লাভ করেছি।
৫। সারাদেশে গ্রেফতার আতংকে আছে বিএনপি- এই অভিযোগ সত্য।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১