আমেরিকা সহ অন্যদেশ সমুহ, সিআইএ /আইএসআই/ মোসাদ বা "র" দিয়ে আমাদের দেশে যে গোপন কিছু কাজ করায় সেটা কাদেরকে দিয়ে করায়? নিশ্চয় প্রত্যেক দেশেই তার নেটিভ এজেন্ট থাকে। এজেন্ট গুলা নিশ্চয় মুদি দোকানী নয়; ভালো ভালো জ্ঞানী। আইনজ্ঞ, উপাচার্য, পতিত রাজনৈতিক ব্যাক্তি, গণস্বাস্থ্য বা এনজিও মালিক, নোবলে লরিয়েট , ইমপিচ করা নাখোশ বিচারপতি , সুশীল সমাজের প্রতিনিধি , টকশো ফাটাই ফেলা তুখোড় টকশোজীবী -এহেন এলিট সমাজ থেকেই তারা তাদের এজেন্ট বেচে নেন।
কিছু এজেন্ট তারা রেডিমেট অবস্থায় কিনে নেন। যারা সরকারের প্রতি নাখোশ বা কোন কারণে বিরাগ ভাজন হন তাদেরকে তারা টোপ ফেলেন। এজেন্ট তৈরী তারা আবার নিজেরাও করেন। যেমন জাতিসংজ্ঞে চাকুরী বা প্রতিনিধি বানিয়ে, সুশীল সমাজের সংগঠন গুলিকে পেট্রোনাইজ করে। কাউকে কাউকে নোবেল পুরস্কার পাইয়ে দিয়ে।
খেয়াল করে দেখলে বুঝা যায় আমেরিকা কোন শক্ত দলীয় ভিত্তির দলকে পছন্দ করে না। নাজুক লিডারদের দ্বারা দলকে তারা পছন্দ করে।
আমেরিকা নিজে অসাম্প্রদায়িক মানসিকতার কথা বললেও - নানা দেশের সাম্প্রদায়িক দল গুলির সাথে তাদের ভালো সম্পর্ক থাকে।
একটা উদাহরণ দেয়া যায়; জামাতের ডাকা এক হরতালে আমেরিকান দুতাবাসের একটা গাড়ি আক্রান্ত হলে - জামাত তার দায় নিয়ে ক্ষমা চায় এবং ক্ষতিপুরণ দেয়ার জন্যও প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলো। তার মানে তারা তাদের বন্ধুর কোন ক্ষতি মেনে নিতে পারেনি। অথচ তখন বাংলাদেশে পাবলিক বাস ভাঙ্গা পোড়ার ধুম চলছিলো। সে গুলার দায় তারা সরকার এবং সরকারী দলের উপর দিলেও শুধু একটা গাড়ির দায় তারা নিজেরা নিয়েছিলো।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫