১। কোটার সংস্কারর জরুরী। যৌক্তিক দাবী। সরকার মেনে নিলে মহাকাশ অশুদ্ধ হয়ে যাবে না।
২। প্রথম শ্রেণীর সরকারী নিয়োগের ক্ষেত্রে ৫ ধরণের কোটা আছে । আমার মত হলো সবগুলাই থাকুক; তবে রেশিও নেমে আসুক। মুক্তিযোদ্ধার সন্তান কোটা ৫% এবং নাতি কোটা ৫% থাকুক। মোট এই খাতে ১০% কোটা থাকুক। জেলা কোটা ৫% - নারী কোটা ৮% প্রতিবন্ধি কোটা ২% এবং ক্ষুদ্র নৃগোষ্টি ৫% সহ মোট = ৩০ % কোটা থাকুক।
৩। প্রথম শ্রেণীর নিয়োগে ৫% ছাড়া সরকারী চাকুরীতে মোটা ২৫৮ ধরণের কোটা আছে । রিভিও হোক এসব কোটা । এত কোটা দেখলেইতো আকাশে উড়াল দিতে মন চাইবে।
৪। গত তিন বছর ধরে ৭৭ থেকে ৭৮ ভাগ মেধা কোটায় নিয়োগ হয়েছে - কোটায় লোক না পাওয়ায়। সেটা আইনে পরিণত হোক।**
৫। বিএনপির কালকের প্রতিক্রিয়া হতাশা জনক। কালকে মীর্জা ফকরুল ইসলাম ভিশন২০৩০ কোড করে যে বক্তব্য দিয়েছে তার সারমর্ম হলো তারা শুধু প্রতিবন্ধি ১% কোটাই বাদ দেয়ার পক্ষে। একটা দলের আরো সচেতন থাকা দরকার ছিলো।
৬। পৃথিবীর নানা দেশে নানা রকম কোটা আছে। কোটা মুলত ন্যায্যতা সমতা আনায়নের জন্য।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০