এমন নির্মোহ যাপিত জীবন, এমন নিরুদ্রপ জাপিত জীবনের পরও আপনাকে আপনার দেশ সুখকর বিদায় দেয়নি।
আপনার মাথার উপরেও পড়লো বিদ্বেষের বিষাক্ত চাপাতির কোপ। ভাবতে পারছি না কোন ভাবেই !!! জানা নেই, শত্রুতা নেই তবুও কেমন করে তারা বসাতে পারে মগজ বরাবর চাপাতির গভীর কোপ !!! মগজেই কি তোমাদের যত আপত্তি !!! যত রাগ !!!
ধর্ম আশ্রিত হে আফিমখোর, আর কতদিন তোমারা থাকবে নৃশংস মানুষ গড়ার কারিগর হিসাবে ? একটা খুনেই বেহেস্ত নিশ্চিত? বেহেস্ত এত সোজা !!! নাবালকের হাতে বেহেস্তের লোভ দেখিয়ে চাপাতি তুলে দেয়ার অভিশাপে তোমরা কি জন্ম-জন্মান্তর পুড়বে না!!!
যতই পড়ছি রেজাউল করিম সিদ্দিকী স্যারের লিখা তার স্মৃতি ততই বিমোহিত হয়ে পড়েছি ।
মনের কোন এক কোণে উঁকি মারছে, আমিও কি চেয়েছিলাম এমন নির্লোভ- নির্মোহ জীবন !!!
আপন মনে গুন গুন করা একটি নিরুদ্রপ ছাত্রছাত্রীর কলকাকলীময় জীবন!!
খ্যাতির বড়াই নাই, মেদ বহুল পেঠ নেই।
প্রফেশনের পাশাপাশি পেশনকে লালনে পালনের এমন নজির সাম্প্রতিকে পাই কই আর !!!
আমি যতই পড়ছি ততই অপরাধী ভাবছি আপনার স্বদেশী হিসাবে।
খুব কোমলে আপনার কোমলগান্ধারের পাতা উল্টাতে ইচ্ছে করছে, খুব যতনে দুঃখ বাজাতে ইচ্ছে করছে আপনার আনাড়ী হাতে বাজানো সেঁতারে। সোনালো রোদের পড়ন্ত বিকালে তুলতে ইচ্ছে করছে সবুজ ক্যাম্পাসে আপনার স্নেহধন্য কিশোর যুবাদের না কামানো মুখের ছবি। আমাকে পড়ায়নি এমন কাউকে আমি স্যার সম্বোধন করি খুব কম । কিন্তু কেন জানি মনে হলো আপনাকে আমি স্যার ডাকি। খুব প্রিয় করে ডাকি, মনের খুব গভীর থেকে স্যার ডাকি !!! কিচ্ছু বলার নেই ------- প্রিয় রেজাউল স্যার ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০