শুক্রবার দিন গানের ক্লাশ থাকতো দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত । মাঝেমধ্যে ৭ টাও বেজে যেতো ।কিন্ত সেদিন কি কারনে ৪ টায় আমাদের ছুটি দিয়েছিলো । কিন্তু দেখলাম কেও আর তেমন গল্প করছে না কারো সাথে ।
সিনিয়র দাদা-দিদি কেও তেমন কথা না বলে সবাই কেমন জানি একটা বিষণ্ণ মনে চলে যেতে লাগলো । আমি আমার সম বয়সীদের চলে বাসায় চলে আসলাম। ঘটনা এখানে এসে থেমে গেলে ভালো হতো । কিন্তু বসায় এসে শুক্রুবারের সিনেমা দেখার জন্য বিটিভি অন করলাম । কিন্তু সিনেমা খুব একটা দেখানো হলো না কারণ দিনটি ছিলো ৬ই সেপ্টেম্বর, ১৯৯৬।
একটু পর পর সংবাদ দেখানো হচ্ছিলো জনপ্রিয় নায়ক সালমান শাহ আর নেই । এই লাইন শুনেই বাকী সবার মতো স্তব্দ হয়েগেছিলাম । আশেপাশে অনেকেই বলাবলি করছিলো কিভাবে কি হলো কিন্তু বিশ্বাস করা কঠিন ছিলো । কারণ সেই সময় সালমান শাহ সিনেমার উন্মাদনা পুরো বাংলাদেশের সব শ্রেনীর মানুষকে অনেক বিষণ্ণতায় ভুগিয়েছিলো । কেনোই বা হবে না ? একজন মানুষকে যখন কোটি মানুষ ভালোবাসে তখন সেই ব্যাক্তির মধ্যে বিশেষ কিছু অবশ্যই থাকে । তার ফ্যাশন থেকে শুরু করে সব কিছুতেই স্বতন্ত্রতাবোধ কাজ করতো । এক কথায় বলা যায় বাংলাদেশের ৯০ দশকের স্ট্যাইল আইকন ছিলেন। আজ এতো বছর পর কি হলো বা কি হলো না নিয়ে আলোচনা অনেক। কিন্তু যে একবার সালমান শাহ এর নাম শুনে সিনেমা দেখেছে নিজেকে তারা আজও শুদ্ধভাবেই সালমান শাহ কে ভালোবাসে ।
এর বেশ কিছু বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় সিলেট গিয়েছিলাম তখন শাহ জালালের মাজারে গিয়ে সালমান শাহ এর কবর দেখে আসলাম। তখনো যারা আসতো ফুল নিয়ে আসতো কবরে শুধু একটু ভালোবাসা বা সম্মান প্রদর্শন করতে ।তখন বুঝতে পারলাম শিল্পী বাঁচে তার কর্মে । সালমান শাহ এর ডাক নাম ছিলো ইমন । একদম ইমন রাগের মতোই সুরের মুর্ছনা দিয়ে আমাদের আজো ভুলিয়ে রেখেছে ।
উত্তম কুমারের মৃত্যুর এতো বছর পরেও যেমন উনাকে নিয়ে উন্মাদনা বা জানার শেষ নেই , আমাদের সালমান শাহ ঠিক তেমনই সবাই তাঁকে জানতে চায় , শ্রদ্ধা দেখায় , ভালবাসতে চায় । সালমান শাহ আমাদের কাছে চির নবীন চির সবুজ হয়েই থাকবে ঠিক যেমন টা সুচিত্রা সেন ছিলেন । কারণ যখনই সালমান শাহ কে মনেকরি তখনই স্নিগ্ধতাপূর্ন ২৪ বছরের এক সতেজ সালমান শাহ কে চোখে দেখতে পাই ।
আমাদের সালমান শাহ এর সিনেমা দেখার জন্য পরিবারের সবাই একসাথে অপেক্ষায় থাকতো । এখনো অপেক্ষায় থাকে হয়তো একদিন আবার ফিরে আসবে ...
ছবি ঃ সংগৃহীত
লেখা ঃ নিজস্ব অনুভুতি
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫১