লাল আইসক্রিম
প্রেম নামক এক অদ্ভুত অনুভূতি হয়
জানি হৃদপিণ্ড একটি আমের আঠি
যা কালচে ধূসর ধূলিতে নিকষ নিক্ষিপ্ত
প্রাচীন পাথুড়ে পাশে অঙ্কুরোদগম আকাঙ্ক্ষা
শ্যাওলা প্রাচীন আবৃত-ফাটলে রয়েছে বট।
আঁকি বুঝি আম প্রিয় ফল তাই
আঠি রূপে প্রেমকে কল্পনা করা যায়।
তারও বহুপর দেখি হৃদয় এক সবুজ কাঁকরোল ফল
অসহায় বিমূর্ত এবং তা একটি পূর্ণাঙ্গ যোনিতে ডুকে গেল
কাঁকরোলটি জ্যোৎস্নার রং এ জ্বলে
অনুভূতি আমাকে এক রহস্যময়তার অন্ধকারে ধ্যানে রাখে।
ব্রত আম এবং কাঁকরোল কিংবা প্রমাণিত কোন সূত্র
ত্রিভুজ,চতুর্ভুজ,পঞ্চভুজ,বৃত্ত ও বিন্দুর ধারনা দেয়।
নৃশংসতা তার পারদ অস্বাভাবিক ট্রাপিজিয়াম অথবা পিরামিড
দু হাতে দুটি কল্পিত আইসক্রিম নিয়ে ভাবা যায়
প্রেম তুমি রক্তে না মেঘে
একটি আইসক্রিম সাদা বরফ অন্যটি লাল।
সাদা ইউক্যালিপটাস
কোন উন্মাদনার ঘোরে তীব্র রক্তর নাচন
আমার অবরুদ্ধ আত্মা হতে বেরোয়
ঝিঝির স্বরের ঘন একঘেয়ে আর গভীর কোন প্রাঙ্গতাবোধ
অদৃষ্টকে তাচ্ছিল্য উপহাস করে-
সহাস্য কঙ্কাল, শিং ও দানার তীব্রতায়
বেলে-খুনে নাচা নৃশংসতা লাল তরমুজ খুন
ধূয়াতে মিশ্রিত আগুনে নীল রক্ষিতা বীর্য
পেলব গভীর তবলা বাদন চলে
ভয়ংকর দাড়িয়ে আছে সাদা ইউক্যালিপটাস
প্রশাখায় বিভক্ত চাঁদ জগ ডুমুরের ফল
তোমার শরীর-কণ্ঠ-আত্মা লাল বিক্ষিপ্ত শিমুল
আমরা চুম্বন করেছি,আলিঙ্গন করেছি-অসংখ্যবার
একে অপরের ছায়ার সাথে, ভালবেসেছি কানামাছি অপারগতাকে
কালচে জামফল মার্বেল তাই আমার আত্মা
মুঠোতে নিয়ে ছড়িয়ে দেই
রক্তজবায় জন্মনেয়া আমি তার শাদা পা কেটে তুষ্ট করি ভুলের দেবতাকে
খাটাস অন্ধকার গিলে খায়-
একত্রে আনারসের ফেনিল হলদে নগ্নতায়
একটি মাদী ঘোড়া সবুজ রোদে ঘুরে বেড়ায়
লাল-কেড়ার কুণ্ডলী ও সরলরৈখিক চলন দৃশ্যমান....
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫০