সামু তে সবাই " দরকারী - প্রয়োজনীয় - না থাকলেই নয় " - এই রকম ANDROID অ্যাপস নিয়ে পোস্ট দিচ্ছেন / দেন / দিবে । এতো দরকারির ভিড়ে অদরকারী - কিন্তু মজার কিছু অ্যাপস বাদ পড়ে যাচ্ছে ।
তাই আজ আমি কিছু অদরকারী - বলতে পারেন নিতান্ত ই ফালতু কিছু অ্যাপস শেয়ার করব । মজার লাগলে ভালো , না লাগলে আরও ভালো ।
প্রথমেই কিছু ভার্চুয়াল খাবার দাবার ।
১. দুধ , অতি পুষ্টিকর একটি খাবার । গরুর দুধ খাবার অভিজ্ঞতা তো সবার ই থাকবার কথা , আজকে ভার্চুয়াল দুধের সাধ নিয়ে দেখুন ।
অ্যাপ টি চালু করলে দেখবেন , আপনার মোবাইল / ডিভাইস সুন্দর করে দুধ দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে , এইবার আস্তে করে কাত করুন , খাওয়া খতম , পয়সা হজম !!
imilk - সফট টি প্লে শপ থেকে ফ্রী নামিয়ে নিতে পারেন ।
গরুর ওলান থেকে সরাসরি দুধ দুয়াইতে চাইলে " milk the cow " সফট টা ব্যবহার করে দেখতে পারেন ।
২. যাদের দুধে অভক্তি আছে , তাদেরও টেনশন করা লাগবে না । রয়েছে , ibeer . আপনার ডিভাইসে নিন ভার্চুয়াল বিয়ার এর সাধ !!
প্লে শপ থেকে ফ্রী তে নামিয়ে নিন
৩. কি , আমার পোস্ট পড়ে পড়ে বরিং ফিল করছেন , মনে করছেন একটা সিগ্রেট হলে মন্দ হত না !! , তাহলে আর দেরি কেন , Virtual cigarette সফট টি নামিয়ে নিন । কি , lighter ও লাগবে ?? নিন , সব কিছু ই ফ্রী তে ডাউনলোড করে নিন ।
বিড়ি ফুকে মজা না পেলে আমাকে বইকেন না যেন !!
৪. কি , কারেন্ট এর জালায় অসহ্য ?? মোমবাতি কিনে কিনে ফতুর অবস্থা ??
নিয়ে নিন ডিজিটাল মোমবাতি যখন তখন জ্বালাবার পাশাপাশি , কোনো লাইটার / ম্যাচ বক্স এর ও দরকার পড়বে না ।
৪. অনেক দিন যাবত দাড়ি কাটা হচ্ছে না । সেলুনে যেতে ই যত অভক্তি । যাদের আমার মতন অভক্তি আছে , তারা Electric shaver ব্যবহার করে দেখতে পারেন ।
দাড়ি আগের মতন থাকলেই আর কি বা করবার আছে !!
৫. কি , পোস্ট পড়ে খিদা লেগে গেলো ?? নিন , pizza , cookies , hotdog দিয়ে নাস্তা করে নিন । যত খুশি খেয়ে নিন, আপনাকে রুখবে কে ??!!!!
৬. আহা , কি খাবার খেলেন , পুরো ব্লগ টা গন্ধ করে ছেড়ে দিলেন !!! , নাহ , আপনাকে খাবার দেয়া টাই উচিৎ হয়নি , এখন বাহারি ধরণের Fart মেরে নিজের পেটের কারিশমা দেখাচ্ছেন !!!
৭. কি , আবার হাসছেন ও !!
নাহ , আপনার “ laugh “ দেখে তো রীতিমত শরীর জলে যাচ্ছে !!
৮. সামনে কুরবানি , এইবার আপনি কি ?? গরু নাকি ছাগল ??
আপাতত এই কয়টাই দিলাম । ডাউনলোড করে মজা নিন ANDROID এর ।
** আরও মজার মজার সফট জানা থাকলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ।
সবাইকে ঈদ এর আগাম শুভেচ্ছা রইলো ।
ভালো থাকবেন ।
বলগ খতম , পয়সা হজম ।