কিছুদিনের মাঝে টিভি কিনবার প্ল্যান আছে । আজ 46 inch স্যামসাঙ LED TV পছন্দ হল । এখন অনেক জায়গায় " প্লাসমা টিভি " এর নাম ও শুনছি ।
**তাহলে কোন টিভি নেয়া যায় ? LED / PLASMA??? কেন ??
** নিলে কোন কোম্পানি এর টা ভালো হবে ??
মূলত সাধারণ ডিস চ্যানেল ই বেশি দেখা হবে - মাঝে সাজে HD কিছু মুভি যদি পেন - এ দেখা যায় ।
যা যা দরকার -
১. ছবি কোয়ালিটি ফাস্ট ক্লাস হতে হবে - মিস নাই !!
২. প্রায় সব ধরণের ভিডিও যাতে চালানো যায় , ( শুনলাম - সনি ব্রাভিয়া তে MKV - ফাইল সাপোর্ট দেয় না !! )
৩. ৯০০ sq ফিট এর ড্রয়িং রুমে লাগানো হবে , তাই সাউন্ড টাও ভালো হতে হয় ( আমার কাছে স্যামসাঙ এর সাউন্ড কেন জানি একটু কম কম লাগে !! )
৪. Internet ফ্যাসিলিটি না থাকলে ও চলবে ।
৫. হোম থিয়েটার - এর দাম কেমন হতে পারে ??
** টিভি এর সাইজ বড় / ছোট হতে পারে । কিন্তু অন্তত ৪২ ইঞ্চি এর উপর হবে , তা নিশ্চিত ।
আশা করি অভিজ্ঞরা মতামত দিয়ে সাহায্য করবেন ।
সবাই ভালো থাকবেন ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪২