আধুনিক যুগ নাকি হিজড়া যুগ ??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মানুষ মরে গেলে পচে যায় , বেঁচে থাকলে বদলায় , কারণে বদলায় , অকারনে বদলায় , চিত হইয়া বদলায় , কাইত হইয়া বদলায় , পেপারে বিজ্ঞাপন দিয়া " বদলায় "
বদলা বদলির এই বদলময় জগতে , না বদলালে তো বদলি হতে হবে !! সকল জায়গাতেই বদলের জয়জয়কার । কিন্তু কেন যেন আমার মতন বদলহীন বলদ মানুষের কাছে এই সকল বদল কে হিজড়ামো মনে হয় !!
প্রথমেই আসি তথ্য প্রযুক্তির দিকে । প্রথমে ছিল মোবাইল আর ডেক্সটপ । পরে দেখা যেতে লাগলো , ল্যাপটপ । মোবাইল এর মতন বহন ও করুন , ডেক্সটপ এর মতন কাজ ও করুন । বাবা ডেক্সটপ এর সাথে ছেলে ল্যাপটপের ভালো ই মিল । মা মোবাইল এর মতন কথা বলবার স্বাধীনতা সে পেয়ে উঠেনি । কিন্তু কয়দিন পর দেখা যেতে লাগলো নেটবুক । বাবার মতন বড় সর কাজ না করা হয়ে উঠে না , ফাও হিসেবে তাঁর এক বিচি ( সিডি রম ) বিসর্জন দিতে হল !!
আবিষ্কারক দের সাধ তবু ও থামলো না । এলো আই প্যাড / ট্যাবলেট / ট্যাব । দেখে বাবা ডেক্সটপ - মা মোবাইল তো যায় যায় দসা !! চেহারা - বডি মাসাল্লাহ - কিন্তু না পারে বাবার সব কাজ করতে , না পারে মায়ের মতন কানে চেপে বসতে ।
অনেকটা হিজড়া টাইপ অবস্তা !!
কিছু কাল আগে ও শুনতাম - বিউটি পার্লার শুধু মেয়ে দের জন্য , এখন দেখি ছেলেরা ও ' রীতিমত পাল্লা দিয়ে " আগা কিউর " , " মাথা কিউর " , " ইসহাত ( স্পা এর খালাত ভাই !!) " - এর মতন আগদুম বাগডুম জিনিস করাতে ছুটছে " আদম স " এ !! বড় চুল রেখে " বন্য হয় যে সব খানে !! " ।
বাইরে ছেলে , ভিতরে মেয়েলি ভাবস । অনেকটা ------------
নাক ফোঁড়ান - কান ফোঁড়ান ডিজুস যুগের ডিজুস পোলাপান দের না করালে কি আর হয় !! চউখের আগায় , ঠোঁটের কিনারায় , জিব্বার মাঝে এমন কি ঐ জায়গায় পর্যন্ত খত্ত বিক্ষত হচ্ছে !!
অনেকে উল্কি নামক ভেল্কি দেখিয়ে বেরাচ্ছে ।
লাইক কমেন্ট এর আশায় ছেলে রা বনে যাচ্ছে " ভার্চুয়াল মেয়ে ", তাদের আচরণ মেয়েদের কেও ছারিয়ে যাচ্ছে !!!
কিছু " উত্তম পুরুষ " - লিপস্টিক লাগিয়ে লিপের সাথে নিজ নিজ মুখ ও রাঙ্গাচ্ছেন !! কারো দেখা দিচ্ছে " অনন্ত " বুকের সন্ধান !!!
হিজড়া বলা ও তো ঠিক হচ্ছে না !!!
মেয়ে দের কথা বলতে ও তো ভয় লাগে !! প্যান্ট সার্ট পড়া উহাদিগর অধিকার হইয়া গিয়াছে !! আমার অনেক সময় জিজ্ঞেস করতে মুঞ্চায় , " আপু , আমি কি আপনার সেলোওার - কামিজ " পরে বের হয়েছি ?? নাকি চিকনি চামেলি পরিয়া কাহারো " রাখেল " হতে চেয়েছি?? , নাকি " আধুনিক শাড়ি " পরিয়া শরীর প্রদর্শনের সংস্কৃতি পালন করেছি !! উদর বাহির করিয়া উলালা উলালা ও তো বোধ হয় করি নাই !! আমাদের ছেলের যাও এক শার্ট প্যান্ট গুঞ্জি ছিল , আপনারা তাও নিয়া গেলেন !!!
না ছেলে - না মেয়ে - অনেকটাই ------------------
ছেলে রা মেয়েলি পনায় , মেয়ে রা "ছেলেমি " পনায় বেস্ত হয়ে আছে । এই টাই বলে ফেসান - এইটাই ওয়েস্টার্ন কালচার !! আই - প্যাড নিয়ে না ঘোরা টা ওল্ড ফেসান । ওল্ড ফেসান বাঙ্গালী পনায় ।
যুগটাকি আসলেই বদলানোর যুগ ?? নাকি হিজড়ামোর ?? !!
( 'ফান' হিসেবে লিখেছি , কিন্তু এই 'ফান' লিখা পরে কারো 'কান' গরম হয়ে গেলে ভদ্র পোলার 'জান' 'খান খান' হইয়া জাইবেক !!! )
বলগ খতম , পৈসা হজম , বিদায় , ভালো থাকবেন ।
৯টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন
সত্যি বলছি, চাইবো না
সত্যি বলছি, এভাবে আর চাইবো না।
ধূসর মরুর বুকের তপ্ত বালির শপথ ,
বালির গভীরে অবহেলায় লুকানো মৃত পথিকের... ...বাকিটুকু পড়ুন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি 'কিংস পার্টি' গঠনের চেষ্টা করছেন ?
শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন টি রাজনৈতিক দল গঠন করবে কিনা তা নিয়ে আলোচনা চলছেই।... ...বাকিটুকু পড়ুন
শেখস্থান.....
শেখস্থান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন