স্বাগতম সবাইকে , আপনারা দেখছেন “ বেলের সরবত with ভদ্র পোলা” টক শো , only on “ চাক্কি চুরুস টিভি “ . আজকে আমাদের অতিথি সবার প্রিয়মুখ “ হাসিনা আফা” ।
সাধারনত সকল টক শো গুলোতে অতিথিকে আগে প্রশ্ন করা হয় , পরে উত্তর আসে । আমরা একটু বেতিক্রম করবার চেষ্টা করেছি । আমরা বিভিন্ন মাধ্যমে অতিথির দেয়া উত্তর নিয়ে “ প্রশ্ন করবার “ ব্যর্থ চেষ্টা করেছি । চলুন তবে শুরু করি , “ বেলের সরবত with ভদ্র পোলা ”
প্রথমেই , আপনার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ,
প্রথমেই দেশ নিয়ে কিছু বলুন -
- " আমার মতন দেশ প্রেমিক আর কয় জন ই বা আছে ?? " (১৯-৬-২০১১)
বাহ বাহ , দারুন বলেছেন , তা সূচি কে নিয়ে আপনার কি অভিমত??
- " সু'চিকেও আমার মতো সংগ্রাম করতে হয়েছে " (৫-৪-২০১২)
সাধু , সাধু , সত্যি আপনার বিচারবোধের তারিফ না করে পারা ই যায় না ,
বিটিভি এর মতে , দেশ উন্নয়নের জোয়ারে ভেসে গেলে ও , মূলত দেশ এখন লোডশেডিং জ্বরে আক্রান্ত , এ সম্পর্কে আপনার অভিমত
– “ লোডশেডিং-এর দরকার আছে, মানুষ যাতে ভুলে না যায় লোডশেডিং নামে কিছু একটা ছিল” ( ২০১২ )
লোডশেডিং মনে রাখতে গিয়ে মানুষ বিদ্যুৎ ভুলে যাবে না!
বিদ্যুৎ নিয়ে বিরোধী দল ও কিন্তু অনেক কথা বলছে ,
- “যারা বিদ্যুতের উৎপাদন দেখে না তাদের সমালোচনার কারণে মাঝে মধ্যে ইচ্ছা করে, আমরা যে তিন হাজার ৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছি তা বন্ধ করে দিই। তারপর দেখি কী হয়? “
লেজ্জ কথা , আপনাকে লাইক , ঢাকা কে দুই ভাগ করা নিয়ে জনসমাজে অনেক উক্তির ঝড় বয়ে গেল , আপনার কি মতামত??
- “ যথেষ্ট টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করতাম”
চার টুকরা কেন , ৮ টুকরা করে রাখবেন , ঢাকা শহর কি পিজ্জা না!!!
শেয়ার মার্কেট এখন একটি জলজেন্ত আতঙ্কের নাম , শেয়ার বাজারের উত্থান পতন ......
- “বিএনপির সময়ে শেয়ারবাজার ঝিমিয়ে ছিল। শেয়ারবাজার নড়েও না, চড়েও না। যখন আমরা ক্ষমতায় আসি, তখন মানুষের আস্থা বেড়ে যায়”
কোন কোন মানুষদের “ আস্থা বেড়ে যায়” , জাতির বিবেকের কাছে আসলেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন
জাতিসংঘের সাধারণ সভায়
আপনার দিয়া ফর্মুলা টা আসলেই প্রশংসার দাবীদার , এ সম্পর্কে যদি কিছু বলতেন
পরের প্রশ্ন , সাগর রুনি হত্যাকাণ্ডের ৫৫ দিবস পূর্ণ হল , সাহারা মেম এর ৪৮ ঘণ্টা কি এখন ও হয় নি?? তাদের হত্যাকাণ্ডের রহস্য টা কি??
- সরকারের পক্ষে বেডরুম পাহারা দিয়া সম্ভব নয় ( ২৩- ২-২০১২ )
পাহারা দিয়া সম্ভব নয় , বিরোধী দলের সাথে বসে তো কিছু একটা করতে পারতেন
- " চোর বাটপার দের সাথে বসে কি হবে?? " ( ২৬-০৯-২০১১)
বাদ দিন , একটা জুক্স আছে , " রাজনীতি আর পায়খানার মধ্যে মিল কোথায়?? - কোনোটাকেই বেশি ঘাটাঘাটি করা ঠিক না , কেননা দুইটাকেই ঘাটালেই গন্ধ বের হয়!!! "
পরের প্রশ্ন , প্রথম আলো সহ অনেক পত্রিকা ই কিন্তু ছাত্রলীগ নিয়ে সরস আলোচনায় মগ্ন , এই সম্পর্কে যদি কিছু বলতেন ,
- " প্রথম আলো bnp পছন্দের পত্রিকা " ( ৭-৩-২০১২)
পত্রিকা গুলো কিন্তু খালেদা আফা কে নিয়ে ও অনেক কথা বলছে
- " পত্রিকা টিভি গুলো সত্য মিথ্যা মিশিয়ে যা ইচ্ছা বলে " (৩০-৩-২০১২)
তা bnp এর জন্য কোনো সতর্কতাবানি –
- "১২ মার্চ উল্টা পাল্টা করার চেষ্টা করলে খবর আছে " ( ৩-৩-২০১২)
খালেদা আফাকে কি আপনার কিছু জিজ্ঞেস করার আছে??
- "উনার সকাল হয় কয় টায়?? " ( ১২-১০-২০১১)
ভালো প্রশ্ন , তার সম্পর্কে কোনো অজানা তথ্য যদি পাঠকদের বলতেন
- " খালেদার জন্ম শিলাগুরিতে , জিয়া ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা " ( ১৮-৩-২০১২)
যাই হোক , এক সাংসদের " কোলে বসেছেন , আরও কোথায় কোথায় বসেছেন " - উক্তি তে দেশ এখন কিছুটা গরম , তা " কোল " নিয়ে আপনি ও যদি একটা উক্তি দিতেন
- " তত্ত্বাবধায়ক খালেদা কে কোলে তুলে ক্ষমতায় বসাবেন না " ( ৭-৩-২০১২)
ধন্যবাদ হাসিনা আফা কে , ধন্যবাদ আলু পেপার কে ও , ইন্টারনেট কে । হাসিনা আফার বিভিন্ন সময়ের উক্তিগুলো সযতনে সংরক্ষণের জন্য । জাতির সোনালি ইতিহাসে উক্তিগুলো " নৌকা font " এ লেখা থাকবে , আজকের মতন বিদায় , সবাই ভালো থাকবেন ।
বলগ খতম , পৈসা হজম ।