৯০ জনের দল নিয়ে বিশ্ব কাপিয়ে দিলেন জননেত্রী!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাননীয় প্রধানমন্ত্রী , জননেত্রি , বন্ধু কন্যা শেখ হাসিনা জাতিসংঘের সাধারন সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক এ, সাধারন সভায় সাধারণত পররাষ্ট্র মন্ত্রী যোগ দিয়ে থাকলে ও মেম এর সম্মেলন এ যোগ দেয়ার অনেক শখ!!
তো মেম এর শখ , পুরন না করলে কি হয়?? ৯০ জন এর দল নিয়ে মেম রওনা দিলেন স্বপ্নের দেশে , সফর সঙ্গি হিসেবে নিলেন কিছু গুরুত্বপূর্ণ মানুষ কে, "জেলা পর্যায়ের আওয়ামী এবং যুব লীগ এর নেতা দের", "এক স্কুল এর হেড মাস্টার" কে নিতে ও ভুল্লেন না!! mem একা একা ভাষণ দিবেন , তালি তো কাও কে দিয়া লাগবে , তাই না??
পুরো দল টির মোট খরচ হিসাব করা হয়েছে 1.2 milion dollar , মেম দেশের জন্য যাইতেছে , দেশ খরচ দিবে না তো কে দিবে শুনি?? মেম এর রুম ভাড়া ৭১৯ ডলার , সঙ্গি দের ৩১৯ ডলার, কে দিবে?? আবার কে?? দেশ!!!
(দৈনিক দিনকাল)
জাতিসংঘ জিনিস টা বেশি একটা সুবিধার না, মেম এর "নোবেল জয়ী" বক্তব্য এর সিরিয়াল দিলো ১৫ তে , ১৭ জন এ ১৫ তম , ব্যাপার না , হাসি মুখে ই সহ্য করে নিলেন " দেশ নেত্রী" , সাবাস মেম , জনগন তো আপনাকে ঘাস খেয়ে প্রধানমন্ত্রী করে নাই!!
তো মাইক টা যখন হাতে পেলেন , তখন মেম কে আর পায় কে!! সিরাম ভাবে বিশ্ব শান্তির ফর্মুলা দিয়া দিলেন!! পুররা দেশ বাসি থ!! যার মাথায় এতো বুদ্ধি , তার দেশে কেন এত গাড়ি ভাংচুর হয়? কেন তেল, গ্যাস এর মূল্য বৃদ্ধির জন্য রাস্তায় নামতে হয়??!!
দেশের মানুষ গুলো ও মানুষ হল না , এতো বড় কাজ করলেন , আর বেনপির "মির্জা ফখরুল বললেন" , ‘নিজের ঘরের ভেতরে একটু দেখুন। যে মুহুর্তে আপনার পুলিশের বুটের তলায় নিরীহ পথচারী পিষ্ট হচ্ছে, দুস্থ নারীরা ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাবার তুলে নিয়ে খাচ্ছে, তখন আপনি পৃথিবীতে শান্তি আনার জন্য বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন।’
আমাদের প্রধান মন্ত্রীর বিশ্ব নিয়েই বহুত tension এ আছেন , আর বাংলাদেশ?? সেইটা আবার কি!!!
ভালো থাকুন , সুস্থ থাকুন
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন