প্রকৃতি: বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা....
আমি: কবিতার মাঝেই পূর্ণতা....
প্রকৃতি: প্রাপ্তিতে পূর্ণতা নেইরে পাগলা!
আমি: ও আচ্ছা।
প্রকৃতি: রবি ঠাকুরের কথাই ভাব....!
আমি: তার আবার কি হলো?
প্রকৃতি: শেষের কবিতার মিলন সেই রোধ করেছে!
আমি: জীবন উপন্যাসময়; নাকি উপন্যাস জীবনময়?
প্রকৃতি: ঈশ্বরের অলিখিত উপন্যাসই জীবন।
আমি: রবি ঠাকুর অমিত-লাবণ্যর মিলনে বাঁধ সাজতে পারে; কিন্তু আমার বেলায় কি পারে?
প্রকৃতি: তিনি যে ঠাকুর!
আমি: এই ঠাকুরের প্রকোপ ছেড়ে বেরোবার উপায়?
প্রকৃতি: অসাধ্য সাধন!
আমি: ঈশ্বরের হুকুমও বদলায়।
প্রকৃতি: কিন্তু এতো কবির খেলা!
আমি: শেষের কবিতা আবার লিখব!
প্রকৃতি: লাবণ্যকে পাশে পাবি তো......?
আমি: (নির্বাক দৃষ্টিতে লাবণ্যর পথ চেয়ে.....)
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:০৭