আমি জলকে জ্বলতে দেখেছি।
জলকে ভাসতে দেখেছি, ডুবতে দেখেছি।
জ্বলে-পুড়ে ছাই হতে দেখেছি।
রোদে শুকিয়ে যেতে দেখেছি আবার ঘাম হয়ে ঝরতে দেখেছি।
জলের গানের তালে তালে জলকেলি করতে দেখেছি।
আগুনকে দেখেছি উদ্দাম নৃত্যে।
তাকে জলের বুকে ঝাঁপিয়ে পড়তে দেখেছি।
ধিকিধিকি করে জলতে দেখেছি, আলোকিত করতে দেখেছি।
আমি আগুনের ছায়া দেখেছি।
আমি আকাশের তেজ দেখেছি, হুংকার শুনেছি।
আবার বৃষ্টি হয়ে অঝোরে ঝরতে দেখেছি।
আমি দূর দিগন্তে আগুন, জল, আকাশ, মাটির এক হয়ে যাওয়া দেখেছি।
আমি এলোকেশীকে দেখেছি, সে এক সুদর্শনের বাহুতে আবদ্ধ ছিলো।
বিজয়ী সে সুদর্শনের সহাস্যমুখ দেখেছি।
বারবনিতাকে মুনীদের আখড়ায় পিষ্ট হতে দেখেছি, টাকার জন্য ভালোবাসা বিকতে দেখেছি।
আমি কখনো সত্যিকারের মানুষ দেখিনি, ভালোবাসা দেখিনি, ভালোবাসতে দেখিনি।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৮