খুব ছোট বেলা আমি গ্রাম ছেড়ে শহরে চলে আসি।শহরের মানুষের মেলায় আমার মনটা আজো বাসা
বাধঁতে পারে নি।যখন গ্রামে ছিলাম মনে পরে তখন আমাদের গ্রামের সবচেয়ে বড় যে মেলাটা
হতো তরগাঁও মেলা নামে সেই মেলায় গিয়েছিলাম জেঠার হাত ধরে(মুলত আমাদের দিকে মেলাকে
বান্নী বলা হয়ে থাকে)।তাও একযুগ আগের কথা।একটা তেলেঙ্গা, আর একটা তরমুজ কিনে বাড়ি
ফিরেছিলাম।
আমাদের থানায় বৈশাখী মেলার মধ্যে তরগাঁও মেলা অন্যতম।বিভিনন্ ধরনের খেলনা,জিলাপী,নাগর
দোলার ক্যাচর ম্যাচর আওয়াজ বাশিঁর সুর মানুষের আবেগ ভালোবাসা আর প্রাণের স্পন্দনের
এক অসাধারণ অনুভূতি সৃষ্টি হয় মেলায়।
আমাদের গ্রামের ঐতিহ্যবাহী তরগাঁও মেলার সম্পূর্ন ভিডিও:
শহরের মানুষের মেলায় একযুগ আগে ফেলে আসা আমার শিশুকালের মেলার আসল অনুভবটা হারিয়ে
ফেলেছিলাম।মাঝখানে অনেকবার ভেবেছি বৈশাখে বাড়ির মেলায় যাবো কিন্তু সময় সুযোগ করে
যাওয়া হয়ে উঠে নি।এবছর অনেক বাধা সত্বেও গ্রামের মেলায় যাওয়ার প্রস্তুতি নিলাম।খুব
ভালোভাবেই সব হলো।কাকা আর বাতিজারা এক সাথে একযুগ বছর পর আমার শিশু কালের অনুভুতি
ফিরে পেয়েছি কিছুটা হলেও।বহু বছর পর আবারো তরগাঁও বান্নী(মেলা)তে ঘুরে অনেক ভালো
লেগেছে।সাথে ঘুরি উড়ানো টা ছিলো বাড়তি বোনাস পাওয়ার মতো!
ঘুড়ি উড়ানোর ভিডিও :
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭