১৯৭৪-৭৫ এ জাতির জনকের বাকশাল দ্যাখনি ? তাদের জন্য সুখবর , দেখে নাও ২০১৩ তে সেই জাতির জনকেরই মেয়ের তৈরি করা ডিজিটাল বাকশাল ।
বাকশাল মানে কি ? সাধারন অর্থে হল দেশের সকল দল ( গৃহপালিত বিরোধী দল ছাড়া , যা এখন থুতু বাবা এরশাদের দল ) এর রাজনৈতিক অধিকার হরন করে একটা একদলীয় শাসন কায়েম করা । আর ও সহজ করে বললে স্বৈরাচারী সরকার । চাইলে রাজতন্ত্র ও বলতে পারেন । বাকশাল শব্দটার পূর্ণরূপ কি ? বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ = বাকশাল । মানে হল আওয়ামী লীগের ছায়ায় এবং ক্ষমতার বেষ্টনীতে ভাঁড়ামিপূর্ণ একটা সর্বদলীয় সরকার । কেউ কেউ সমাজতন্ত্রের সাথে চাইলেও মিলিয়ে দেখতে পারেন ।
সেই হিসেবে এই বর্তমান ভাঁড়ামিপূর্ণ সর্বদলীয় সরকার এর নাম তাহলে কি হয় ? সিম্পল - এটা হবে আজাওজা সরকার । এর পূর্ণরূপ হল আওয়ামীলীগ + জাতীয় পার্টি + ওয়াকার্স পার্টি + জাসদ = আজাওজা সরকার । শুনলাম এই সরকার নাকি নির্বাচনকালীন , ওনারা কেবল রুটিন ওয়ার্ক করবে । তাইলে কেন টিকফা এর মত গুরুত্বপূর্ণ চুক্তি একা একা করল ? কেনই বা শেষ সময়ে এসে ১৩ টা নতুন টেলিভিশন চ্যানেল এবং ১৪ টা রেডিও চ্যানেলের অনুমতি দিল ? সিম্পল, এটা কোন মতেই নির্বাচনকালীন সরকার নয় , এরা আর ও অনেকদিন ক্ষমতায় থাকতেই এসেছে । মনে নাই এক বছর আগে মেনন , তোফায়েল মন্ত্রিত্ব ফিরিয়ে দিল সরকারের শেষ সময় বলে । এখন নিশ্চয়ই নতুন আলো দেখেছে আমাদের পাশের দানব রাষ্ট্র আওয়ামীলীগের বন্ধু ভারতের গ্রিন সিগনাল পেয়ে । তাইতো দীর্ঘমেয়াদী মন্ত্রিত্তে ওনাদের আপত্তি নেই ।
আসন্ন এই সংঘাতময় সময়ে আমাগো কি হইব ? আমরা কিছুই করতে পারুম না ঘরে বসে এই লেখালেখি ছাড়া । বড়জোর বাইরে গিয়ে চায়ের আড্ডায় কথার তুবড়ি ছোটাতে পারব । হয়তো কয়েকদন পরে তা ও পারুম না । রাস্তায় নামলেই তো গোপালি পুলিশের গুলি খামু । ওনাদের হাতে এখন আছে জেমস বন্ডের মত পাওয়ার - লাইসেন্স টু কিল । তাই প্রতিদিন চ্যানেল খুললেই ব্রেকিং এর নামে তামাশা দেখাই এখন বিনোদন ।