মধুমিতা সিনেমা হলে গতকাল সন্ধ্যা ৬ টার শো তে দেখে আসলাম কাজী হায়াত এর নতুন মুভি ( সম্ভবত সর্বশেষ ) - ইভ টিজিং । খুব কম আশা নিয়ে হলে গিয়েছিলাম । কারন মুভির পোস্টার , ট্রেলার কিছুই আকর্ষণীয় ছিলনা । কেবল ভরসা ছিল কাজী হায়াত । মুভি শেষে আমার অনুভূতি হল - "প্রত্যাশার চেয়েও অনেক বেশি প্রাপ্তি " , সাম্প্রতিক সময়ে এত ভাল বাংলা মুভি হয়নি নিঃসন্দেহে বলা যায় ।
কাহিনী , কনটেন্ট আমরা আগেই আঁচ করতে পেরেছি মুভির নাম শুনেই । বাকি থাকে সেসবের বিশ্বাসযোগ্য চিত্রায়ন আর সিনেমাটিক চমক । কাজী হায়াত পেরেছেন বলতেই হবে । চিরায়ত গ্রামীণ পটভূমিতে "মনপুরা " মুভির পরে আমার মন ভরিয়ে দিয়েছে ইভ টিজিং মুভিখানা । কোন পর্যালোচনা বা রিভিউ আমি লিখতে পারিনা । শুধু কয়েকটি বিষয় একটু পয়েন্ট আউট করবো যাতে এই মুভি দেখতে আগ্রহীদের কাজে আসে । কিংবা আমার মত যারা আগে ভুল বুঝেছিলেন মুভিটা সম্পর্কে তাদের ও ভুল ভাঙবে আশা করি । আসুন মুভিটার কিছু দিক সংক্ষেপে দেখি -
১, কাজী মারুফ এই মুভির জন্য জাতীয় পুরস্কার পাবেন অনুমান করতে পারছি । শেষ দিকে আমি মুগ্ধ হয়েছি এক্সপ্রেশনে আর দারুন সব ডায়ালগ থ্রু দেখে ।
২, কাবিলা মামা ও কাজী হায়াত এর অভিনয়কে অনেকেই এক ঘেয়ে বলেন । এই মুভিতে দু জনেই পুরা চেঞ্জ । অনবদ্য অভিনয় করেছে কাবিলা । কাজী হায়াত নিজেকে ভাঙতে পেরেছেন কিংবা এই মুভিতে অন্তত একঘেয়েমি থেকে নিজেকে বের করে এনেছেন বলা যায় ।
৩, মুভির নায়িকা তমা মির্জা খুব ই ভাল করেছেন । এতো সুন্দর একজন নায়িকা কোথায় লুকিয়ে ছিলেন এতদিন ? আগে ও তমার কিছু মুভি দেখেছি , কিন্তু সেভাবে আলোচনায় আসতে পারেননি । নাচে অভিনয়ে সমানতালে পারদর্শী । গ্রামীণ পটভুমির এই ক্যারেক্টারের সাথে পুরো নিজেকে মানিয়ে নিয়েছেন । ধন্যবাদ কাজী হায়াত কে , তমা মির্জা কে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য ।
৪, মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে মনে হয়েছে এইতো আমার এক টুকরা বাংলাদেশ । প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক রুপ রস আর গ্রামের সংস্কৃতি, পলিটিক্স , মানুষ জনের আচার ব্যাবহার খুব ই সুন্দরভাবে তুলে এনেছেন । প্রতিটা চরিত্র যেন জীবন্ত । পারফেকশনের ছোঁয়া পেয়েছি কিছুটা হলেও ।
৫, মুভিটা মুক্তির আগে যেমন প্রচারণা কম ছিল তেমনি গান নিয়েও মাতামাতি হয়নি । কিন্তু হলে এসে দেখুন প্লিজ , কি চমৎকার সব ফোক গান আছে আমার বিশ্বাস মনপুরা মুভির পরে এতো ভাল অনেকগুলো ফোক গান কেউ একসাথে একটা মুভিতে দেখেননি বা শোনেননি । প্রতিটা গান খুব ভাল ।
৬, মুভির নেগেটিভ দিক একটাই তা হল মারুফের মেক আপ টা । সবসময় টিপিকাল হিরোর মত ক্লিন শেভড না দেখালেই ভাল লাগতো । গেট আপ চলে কিন্তু লম্বা ওই চুল না রাখলেই ভাল হত । কিংবা যেহেতু গ্রামের পটভূমিতে করা , তাই মাথায় গামছা বেঁধে রাখলেও ভাল লাগতো । যাই হোক মুভির একদম শেষ দিকে নায়ক নায়িকার যে মেক আপ টা ছিল , সেটা এতো ভাল ছিল যে আগের সব ত্রুটি ভুলিয়ে দিয়েছে । বাংলা মুভি যারা ভালবাসেন , হলে যারা নিয়মিত যান কিংবা ভাল মুভির অপেক্ষায় থাকেন , যারা মারুফ কে দেখলেই নাক সিটকান , যাদের চোখে কাজী হায়াত মানেই টিপিকাল কিছু মনে করেন সবার জন্য ই মুভিটা দেখা অবশ্য কর্তব্য বলে মনে করি । মুভিটা হলে এসে দেখুন প্লিজ, হতাশ হবেন না ।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪